ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
দ্বিধাদ্বন্দ্ব ভুলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান — অধ্যাপক শহিদুল ইসলাম কুষ্টিয়ায় বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে ৩৩ লাখ টাকার মাদকদ্রব্য আটক বোয়ালমারীতে সংবাদকর্মীদের সাথে জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থীর মতবিনিময়  ভেড়ামারায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে উপজেলা প্রশাসন অভিযোগের ভিত্তিতে থানায় দফায় দফায় ডেকে হয়রানি-পুলিশের বিরুদ্ধে ১০ লাখ টাকা চাওয়ার অভিযোগ ফরিদপুর-১ আসনে ১৫ জনের মধ্যে ৭ জন প্রার্থী বৈধ” দলীয়রা টিকলেন, বাদ পড়লেন অধিকাংশ স্বতন্ত্র ফরিদপুর-১ আসনে মনোনয়ন যাচাইয়ে ব্যতিক্রমী চিত্র” ১৫ প্রার্থীর কেউই প্রাথমিকভাবে বৈধ নন, বাতিল ৭-স্থগিত ৮ নওগাঁয় পুলিশের অভিযানে ডাকাতির মালামালসহ ৩ ডাকাত গ্রেফতার হোসেনপুরে খাদ্য বিভাগের ধান ক্রয়ে অনিয়ম ও দুর্নীতি: সিন্ডিকেটের মাধ্যম ছাড়া গুদামে ধান দিতে পারছেনা কৃষকেরা কুষ্টিয়া-১ আসনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ, বিএনপির স্বতন্ত্র প্রার্থীসহ দু’জন বাদ

আকিজ বিড়ি কারখানায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫ জন

কুষ্টিয়া দৌলতপুর: কুষ্টিয়ার দৌলতপুরে আকিজ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের বিড়ি কারখানায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত হয়েছেন বেশ ক’জন। পরে শ্রমিকরা কয়েক দফা দাবিতে সড়ক অবরোধ করেন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকদের থামাতে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে ও লাঠিচার্জ করে। এসময় অন্তত ৫ জন আহতাবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। উপজেলার হোসেনাবাদে আকিজ বিড়ি কারখানার মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ একজন শ্রমিকের নাম শিপুল ইসলাম বলে জানা গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন, সকালে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর বেশ কয়েকজন শ্রমিক কারখানায় ঢুকতে যান। এ সময় কারখানার নিরাপত্তাকর্মীরা বাধা দিলে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কারখানার ম্যানেজার আমিনুল ইসলাম পুলিশ কে খবর দেন। পরে পুলিশ এসে শ্রমিকদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে।

এতে তারা ক্ষিপ্ত হয়ে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এক পর্যায়ে পুলিশ প্রথমে লাঠিচার্জ ও পরে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় একজন শ্রমিক গুলিবিদ্ধসহ অন্ততপক্ষে ৫ জন আহত হন। এক পর্যায়ে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে হোসেনাবাদ বাজার সংলগ্ন কুষ্টিয়া প্রাগপুর সড়ক অবরোধ করে তারা। এ সময় তাদের সঙ্গে উপজেলার আরেকটি কারখানা ফিলিপনগর কারখানার শ্রমিকরাও যোগ দেয় তাৎক্ষণিকভাবে ম্যানেজার আমিনুল ইসলামে ও অন্যান্য দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে যোযোগ করা সম্ভব হয়নি।

দৌলতপুর থানার ওসি জহুরুল আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তিন রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে , বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও আন্দোলন চলছে। শ্রমিকদের শান্ত করে ঘরে ফেরাতে তাদের সাথে দফায় দফায় আলোচনা চালিয়ে যাচ্ছে দৌলতপুর থানা পুলিশ। মজুরি দ্বিগুণ করা, কর্মঘণ্টা কমানো সহ কয়েক দফা দাবিতে আন্দোলনরত শ্রমিকেরা পুলিশের গুলি চালানো প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

দ্বিধাদ্বন্দ্ব ভুলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান — অধ্যাপক শহিদুল ইসলাম

আকিজ বিড়ি কারখানায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫ জন

আপডেট টাইম : ০৪:৫৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১

কুষ্টিয়া দৌলতপুর: কুষ্টিয়ার দৌলতপুরে আকিজ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের বিড়ি কারখানায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত হয়েছেন বেশ ক’জন। পরে শ্রমিকরা কয়েক দফা দাবিতে সড়ক অবরোধ করেন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকদের থামাতে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে ও লাঠিচার্জ করে। এসময় অন্তত ৫ জন আহতাবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। উপজেলার হোসেনাবাদে আকিজ বিড়ি কারখানার মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ একজন শ্রমিকের নাম শিপুল ইসলাম বলে জানা গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন, সকালে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর বেশ কয়েকজন শ্রমিক কারখানায় ঢুকতে যান। এ সময় কারখানার নিরাপত্তাকর্মীরা বাধা দিলে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কারখানার ম্যানেজার আমিনুল ইসলাম পুলিশ কে খবর দেন। পরে পুলিশ এসে শ্রমিকদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে।

এতে তারা ক্ষিপ্ত হয়ে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এক পর্যায়ে পুলিশ প্রথমে লাঠিচার্জ ও পরে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় একজন শ্রমিক গুলিবিদ্ধসহ অন্ততপক্ষে ৫ জন আহত হন। এক পর্যায়ে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে হোসেনাবাদ বাজার সংলগ্ন কুষ্টিয়া প্রাগপুর সড়ক অবরোধ করে তারা। এ সময় তাদের সঙ্গে উপজেলার আরেকটি কারখানা ফিলিপনগর কারখানার শ্রমিকরাও যোগ দেয় তাৎক্ষণিকভাবে ম্যানেজার আমিনুল ইসলামে ও অন্যান্য দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে যোযোগ করা সম্ভব হয়নি।

দৌলতপুর থানার ওসি জহুরুল আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তিন রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে , বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও আন্দোলন চলছে। শ্রমিকদের শান্ত করে ঘরে ফেরাতে তাদের সাথে দফায় দফায় আলোচনা চালিয়ে যাচ্ছে দৌলতপুর থানা পুলিশ। মজুরি দ্বিগুণ করা, কর্মঘণ্টা কমানো সহ কয়েক দফা দাবিতে আন্দোলনরত শ্রমিকেরা পুলিশের গুলি চালানো প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেন।