ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
দ্বিধাদ্বন্দ্ব ভুলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান — অধ্যাপক শহিদুল ইসলাম কুষ্টিয়ায় বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে ৩৩ লাখ টাকার মাদকদ্রব্য আটক বোয়ালমারীতে সংবাদকর্মীদের সাথে জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থীর মতবিনিময়  ভেড়ামারায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে উপজেলা প্রশাসন অভিযোগের ভিত্তিতে থানায় দফায় দফায় ডেকে হয়রানি-পুলিশের বিরুদ্ধে ১০ লাখ টাকা চাওয়ার অভিযোগ ফরিদপুর-১ আসনে ১৫ জনের মধ্যে ৭ জন প্রার্থী বৈধ” দলীয়রা টিকলেন, বাদ পড়লেন অধিকাংশ স্বতন্ত্র ফরিদপুর-১ আসনে মনোনয়ন যাচাইয়ে ব্যতিক্রমী চিত্র” ১৫ প্রার্থীর কেউই প্রাথমিকভাবে বৈধ নন, বাতিল ৭-স্থগিত ৮ নওগাঁয় পুলিশের অভিযানে ডাকাতির মালামালসহ ৩ ডাকাত গ্রেফতার হোসেনপুরে খাদ্য বিভাগের ধান ক্রয়ে অনিয়ম ও দুর্নীতি: সিন্ডিকেটের মাধ্যম ছাড়া গুদামে ধান দিতে পারছেনা কৃষকেরা কুষ্টিয়া-১ আসনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ, বিএনপির স্বতন্ত্র প্রার্থীসহ দু’জন বাদ

দশমিনায় রাখাইল বেগুন চাষে সফল শাহ আলম

দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালী দশমিনায় রাখাইল বেগুন বা বারি-১২ বেগুন চাষে সাভলম্বি শাহ-আলম। সরেজমিনে গিয়ে দেখা যায় দশমিনা উপজেরার বেতাগীসানকিপুর ইউনিয়নের বাসিন্দা শাহ-আলিম পেশায় একজন কৃষক। পরিবারের ভরন-পোষন হয় কৃষি উৎপাধন পন্য থেকে।

তিনি নতুন নতুন সবজি চাষে সবসয়ই নিজেকে বিভিন্ন সময় ব্যস্ত রাখেন। শীতকালীন সবজির চাহিদা সবসময়ই বেশি । তার সবজি চাষে
আগ্রহ বেশি। গত বছর তিনি বান্দরবন পাহাড়ি এলাকায় যান ব্যবসার প্রয়োজনে সেখানে তিনি রাখাইল বেগুন বা বারি বেগুন-১২ এর চাষের ব্যবস্থপনা দেখে আসেন এবং খোজ খবর নেন কি ভাবে পাওয়া যায় এ রাখাইল বেগুনের চারা।

মোঃ শাহ-আলম পটুয়াখালীর দুমকি কৃষি ইনস্টিটিউট থেকে রাখাইল বেগুন বা বারি-১২ বেগুনের দুইহাজার চারা সংগ্রহ করেন । তার প্রায় ১একর জমিতে এ চারা রোপন করে থাকেন। শাহ-আলম বলেন, আমি একজন সবজি চাষি শীত মৌসুমে বিভিন্ন সবজি ফলিয়ে থাকি।

আমার ব্যবসার কারনে বান্দরবন যাই সেখানে রাখাইল বেগুন দেখি এবং চাষের জন্য মন স্থির করি। এ বেগুন প্রায় এক থেকে দড় কেজি হয়ে খাকে।
আমি প্রথমবার এ বেগুন চাষ করি হাফ একর জমিতে ভালো ফলন পাই এবং রাজারে এর চাহিদা ব্যাপক তাই এ বছর দুমকি কৃষি ইনস্টিটিউট থেকে ২হাজার চারা এনে এক একর জমিতে রোপন করি। এ বছর গাছের ফলন অধিকতর ভালো আশা করছি।

আমার বেগুন বিক্রি করতে বাজারে যেতে হয়না পাইকেরা আমার ক্ষেত থেকে এসে নিয়ে যায়। এ বেগুন খুবই সুস্বাধু তাই বাজারে এর চাহিদা বেশি। উপজেলা কৃষি অফিস থেকে অফিসারেরা এসে বিভিন্ন পরামর্শ ও সার দিয়ে থাকেন। এ বছর কোর রোগ বালাই নাই । আমি বেগুন বাজার জাত শুরু করেছি।

এখোন বাজারে ৪০-৫০ টাকা কেজি প্রতি বেগুন বিক্রি করছি । আমার বেগুন ক্ষেত দেখেতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সবজি চাষিরা আসে। আমার মনে হয় আগামী বছর দশমিনা উপজেলায় অনেক চাষিরা এ বেগুন চাষ করবে।

তারনিকট তম সবজি চাষি অমল বলেন, আমি এ বছর ২৫শতাংশ জমিতে বেগুন চাষ করি শাহ-আলম ভাইর সাথে গিয়ে তিন শত চারা আনছি । উপজেলা কৃষি অফিস থেকে বিভিন্ন সময় পরামর্শ পেয়ে তাকি এবয় তারা এসে খোজ খবন নেন। এ বছর গাছে ফলন অধিক হয়েছে বাজারজাত শুরু করছি।

অধিক লাভ হবে আশা করছি । আগামী বছর ২ একর জমিতে বেগুন চাষ করবো। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু জাফর আহমেদ বলেন, বারি-১২ বা রাখাইল বেগুন এই প্রথম উপজেলার বেতাগীসানকিপুর ইউনিয়নের সবজি চাষি মোঃ শাহ-আলম চাষ করে সফলতার পেতে যাচ্ছে। আমাদের অফিস থেকে সার্বক্ষনিক দেখাশুনা করা হচ্ছে।

এ বেগুন আকারে বড় হয়, খেতে সুস্বাধু ও মজাদার। এ বছর তার
ক্ষেতে ফলন অধিকতর ভালো । এই প্রথম বারে দশমিনা উপজেলায় রাখাইল বেগুন বা বারি-১২ বেগুন উৎপাদনের জন্য সফল সবজি চাষি হিসাবে মোঃ শাহ-আলমকে পুরস্কারের জন্য মনোনায়ন করা হয়েছে।

দশমিনা উপজেলায় শাহ-আলম এর ক্ষেত দেখে আরো ব্যাপক হারে আগামীতে বেগুন চাষে চাষিরা ব্যাপক আকারে চাষের সম্ভবনা
তৈরি হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

দ্বিধাদ্বন্দ্ব ভুলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান — অধ্যাপক শহিদুল ইসলাম

দশমিনায় রাখাইল বেগুন চাষে সফল শাহ আলম

আপডেট টাইম : ০৪:১৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২

দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালী দশমিনায় রাখাইল বেগুন বা বারি-১২ বেগুন চাষে সাভলম্বি শাহ-আলম। সরেজমিনে গিয়ে দেখা যায় দশমিনা উপজেরার বেতাগীসানকিপুর ইউনিয়নের বাসিন্দা শাহ-আলিম পেশায় একজন কৃষক। পরিবারের ভরন-পোষন হয় কৃষি উৎপাধন পন্য থেকে।

তিনি নতুন নতুন সবজি চাষে সবসয়ই নিজেকে বিভিন্ন সময় ব্যস্ত রাখেন। শীতকালীন সবজির চাহিদা সবসময়ই বেশি । তার সবজি চাষে
আগ্রহ বেশি। গত বছর তিনি বান্দরবন পাহাড়ি এলাকায় যান ব্যবসার প্রয়োজনে সেখানে তিনি রাখাইল বেগুন বা বারি বেগুন-১২ এর চাষের ব্যবস্থপনা দেখে আসেন এবং খোজ খবর নেন কি ভাবে পাওয়া যায় এ রাখাইল বেগুনের চারা।

মোঃ শাহ-আলম পটুয়াখালীর দুমকি কৃষি ইনস্টিটিউট থেকে রাখাইল বেগুন বা বারি-১২ বেগুনের দুইহাজার চারা সংগ্রহ করেন । তার প্রায় ১একর জমিতে এ চারা রোপন করে থাকেন। শাহ-আলম বলেন, আমি একজন সবজি চাষি শীত মৌসুমে বিভিন্ন সবজি ফলিয়ে থাকি।

আমার ব্যবসার কারনে বান্দরবন যাই সেখানে রাখাইল বেগুন দেখি এবং চাষের জন্য মন স্থির করি। এ বেগুন প্রায় এক থেকে দড় কেজি হয়ে খাকে।
আমি প্রথমবার এ বেগুন চাষ করি হাফ একর জমিতে ভালো ফলন পাই এবং রাজারে এর চাহিদা ব্যাপক তাই এ বছর দুমকি কৃষি ইনস্টিটিউট থেকে ২হাজার চারা এনে এক একর জমিতে রোপন করি। এ বছর গাছের ফলন অধিকতর ভালো আশা করছি।

আমার বেগুন বিক্রি করতে বাজারে যেতে হয়না পাইকেরা আমার ক্ষেত থেকে এসে নিয়ে যায়। এ বেগুন খুবই সুস্বাধু তাই বাজারে এর চাহিদা বেশি। উপজেলা কৃষি অফিস থেকে অফিসারেরা এসে বিভিন্ন পরামর্শ ও সার দিয়ে থাকেন। এ বছর কোর রোগ বালাই নাই । আমি বেগুন বাজার জাত শুরু করেছি।

এখোন বাজারে ৪০-৫০ টাকা কেজি প্রতি বেগুন বিক্রি করছি । আমার বেগুন ক্ষেত দেখেতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সবজি চাষিরা আসে। আমার মনে হয় আগামী বছর দশমিনা উপজেলায় অনেক চাষিরা এ বেগুন চাষ করবে।

তারনিকট তম সবজি চাষি অমল বলেন, আমি এ বছর ২৫শতাংশ জমিতে বেগুন চাষ করি শাহ-আলম ভাইর সাথে গিয়ে তিন শত চারা আনছি । উপজেলা কৃষি অফিস থেকে বিভিন্ন সময় পরামর্শ পেয়ে তাকি এবয় তারা এসে খোজ খবন নেন। এ বছর গাছে ফলন অধিক হয়েছে বাজারজাত শুরু করছি।

অধিক লাভ হবে আশা করছি । আগামী বছর ২ একর জমিতে বেগুন চাষ করবো। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু জাফর আহমেদ বলেন, বারি-১২ বা রাখাইল বেগুন এই প্রথম উপজেলার বেতাগীসানকিপুর ইউনিয়নের সবজি চাষি মোঃ শাহ-আলম চাষ করে সফলতার পেতে যাচ্ছে। আমাদের অফিস থেকে সার্বক্ষনিক দেখাশুনা করা হচ্ছে।

এ বেগুন আকারে বড় হয়, খেতে সুস্বাধু ও মজাদার। এ বছর তার
ক্ষেতে ফলন অধিকতর ভালো । এই প্রথম বারে দশমিনা উপজেলায় রাখাইল বেগুন বা বারি-১২ বেগুন উৎপাদনের জন্য সফল সবজি চাষি হিসাবে মোঃ শাহ-আলমকে পুরস্কারের জন্য মনোনায়ন করা হয়েছে।

দশমিনা উপজেলায় শাহ-আলম এর ক্ষেত দেখে আরো ব্যাপক হারে আগামীতে বেগুন চাষে চাষিরা ব্যাপক আকারে চাষের সম্ভবনা
তৈরি হবে।