ঢাকা ০৫:২২ অপরাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
রিফায়েতপুর যুব সংঘ ক্লাব পরিদর্শন করলেন শরীফ উদ্দিন জুয়েল  ধামইরহাটে  অটোরিকশা ও মোটরসাইকেল  সংঘর্ষ, সড়কে ঝরলো আরো একজনের প্রাণ।  যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অধ্যক্ষ সোহরাব উদ্দিন বোয়ালমারীতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ, চলছে আপসের চেষ্টা বরেন্দ্র অঞ্চলে মাসকলাইয়ের বাম্পার ফলনের সম্ভাবনা দশমিনায় বিদ্যুৎ লাইনে পাখি সাপ, বিদ্যুৎ সরবরাহ বন্ধ। ড্যাবের কেন্দ্রীয় কমিটিতে আইন বিষয়ক সহ সম্পাদক মনোনীত হলেন ডা. জাহিদ হাসান রিপক বাহাদুরপুরে বিএনপির পথসভা অনুষ্ঠিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান:  অধ্যক্ষ সোহরাব উদ্দিন হোসেনাবাদ টেকনিক্যালে একাদশ শ্রেণিতে সবাই অকৃতকার্য

দশমিনায় রাতের আধারে বাগানের গাছ কেটে জমি দখল

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: দশমিনা উপজেলায় বিরোদীয় জমিতে গভীর রাতে বাগানের গাছ কেটে জমি দখলের অভিযোগ উঠেছে। রবিবার রাতে মধ্য চরহোসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলার বাশঁবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামের ১৩৩নং চরহোসনাবাদ মৌজায় ৭০/২০০৯ ও ৫৮৯/২০১৬ নং দলিল মূলে ও নানার ওয়ারিশ মূলে মিনারা বেগম গং ২১.৩৭ শতাংশ জমির মালিক হয়ে
ভোগদখল করে বাগান বাড়ী নির্মাণ করে।

অপরদিকে পাশ^বর্তী জমির মালিক মোঃ ফোরকান মৃধা একই খতিয়ানে নানার ওয়ারিশ শূত্রে ১৫ শতাংশ জমির মালিক দাবী করে। এতে ওই জমি নিয়ে দির্ঘদীন পর্যন্ত বিরোধ চলে আসছিলো। গতসপ্তাহে মোঃ ফোরকান মৃধা দাবীকৃত ওই জমির দু’পাশের্^ দেয়াল নির্মাণের কাজ করে এবং পাশের জমির মালিক মিনারা বেগম গং’র বাগানের জমি নিজের বলে দাবী
করে।

এ নিয়ে বিরোধ হলে মিমাংসার জন্য উভয় পক্ষ স্থানীয় শালিস বৈঠকের
আয়োজন করে। শালিসগণ উভয় পক্ষকে মিমাংসা না হওয়া পর্যন্ত যার যার অবস্থানে থাকার অনুরোধ করেন। এদিকে, রবিবার রাতে স্থানীয় ১৩/১৪ জন সন্ত্রাসী দিয়ে মিনারা বেগম গং’র বাগানের গাছ কেটে মোঃ ফোরকান মৃধা পাঁকা দেয়াল নির্মাণ করে। মিনারা বেগমকে মামলা না করার জন্য শাসিয়ে যায়।

এ বিষয় মো. ফোরকান মৃধা বলেন, আমি চট্রগ্রামে ব্যাবসা করি, সামনে লকডাউন তাই তরিগরি করে রাতে দেয়াল নির্মান করেছি। এ বিষয় ওসি মো. জসীম বলেন, এ বিষয় কেউ আমার কাছে অভিযোগ করেনি, অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করব।

Tag :

রিফায়েতপুর যুব সংঘ ক্লাব পরিদর্শন করলেন শরীফ উদ্দিন জুয়েল 

দশমিনায় রাতের আধারে বাগানের গাছ কেটে জমি দখল

আপডেট টাইম : ০৫:১০:১০ অপরাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: দশমিনা উপজেলায় বিরোদীয় জমিতে গভীর রাতে বাগানের গাছ কেটে জমি দখলের অভিযোগ উঠেছে। রবিবার রাতে মধ্য চরহোসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলার বাশঁবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামের ১৩৩নং চরহোসনাবাদ মৌজায় ৭০/২০০৯ ও ৫৮৯/২০১৬ নং দলিল মূলে ও নানার ওয়ারিশ মূলে মিনারা বেগম গং ২১.৩৭ শতাংশ জমির মালিক হয়ে
ভোগদখল করে বাগান বাড়ী নির্মাণ করে।

অপরদিকে পাশ^বর্তী জমির মালিক মোঃ ফোরকান মৃধা একই খতিয়ানে নানার ওয়ারিশ শূত্রে ১৫ শতাংশ জমির মালিক দাবী করে। এতে ওই জমি নিয়ে দির্ঘদীন পর্যন্ত বিরোধ চলে আসছিলো। গতসপ্তাহে মোঃ ফোরকান মৃধা দাবীকৃত ওই জমির দু’পাশের্^ দেয়াল নির্মাণের কাজ করে এবং পাশের জমির মালিক মিনারা বেগম গং’র বাগানের জমি নিজের বলে দাবী
করে।

এ নিয়ে বিরোধ হলে মিমাংসার জন্য উভয় পক্ষ স্থানীয় শালিস বৈঠকের
আয়োজন করে। শালিসগণ উভয় পক্ষকে মিমাংসা না হওয়া পর্যন্ত যার যার অবস্থানে থাকার অনুরোধ করেন। এদিকে, রবিবার রাতে স্থানীয় ১৩/১৪ জন সন্ত্রাসী দিয়ে মিনারা বেগম গং’র বাগানের গাছ কেটে মোঃ ফোরকান মৃধা পাঁকা দেয়াল নির্মাণ করে। মিনারা বেগমকে মামলা না করার জন্য শাসিয়ে যায়।

এ বিষয় মো. ফোরকান মৃধা বলেন, আমি চট্রগ্রামে ব্যাবসা করি, সামনে লকডাউন তাই তরিগরি করে রাতে দেয়াল নির্মান করেছি। এ বিষয় ওসি মো. জসীম বলেন, এ বিষয় কেউ আমার কাছে অভিযোগ করেনি, অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করব।