ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
১৭ বাড়ির ১৯ সাঁকো  বোয়ালমারীর সাঁকোর গ্রাম টুংরাইল ৭ দফা দাবি আদায়ে এক ঘণ্টার কর্ম বিরতি দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ রাজশাহী সারা দেশে এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু ভেড়ামারায় নারীদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা নওগাঁয় টাইফয়েড টিকাদান কার্যক্রম শুরু  ভেড়ামারায় চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, বড় দুর্ঘটনা থেকে রক্ষা বোয়ালমারীতে রাস্তার কাজে অনিয়মের অভিযোগে এসও কে শোকজ  লক্ষীপুরে হেফাজতে ইসলামের জেলা কমিটিরপ রিচিতি সভা অনুষ্ঠিত দৌলতপুরে মনোনয়ন এখন আমাদের হাতের মুঠোয় : আলহাজ্ব আলতাফ হোসেন বাবুল সরকারের কবর জিয়ারত ও পরিবারের খোঁজ নিলেন শরিফ উদ্দিন জুয়েল

পটুয়াখালী ২ সন্তানের জননীকে মোবাইল ফোনে বিরক্ত ও কু-প্রস্তাব দেয়ায় অভিযোগ।

প্রতিনিধি দশমিনা (পটুয়াখালী): পটুয়াখালী দশমিনা উপজেলা সাব-জোনাল অফিস পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির লইন ম্যান মইন এর বিরুদ্ধে ২ সন্তানের জননীকে মোবাইল ফোনে বিরক্ত ও কু-প্রস্তাব দেয়ায় অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জান যায়, মইন দীর্ঘ ২ মাস পর্যন্ত উপজেলার আরোজবেগী গ্রামের মোঃ জহির ফকিরের স্ত্রীকে মোবাইল ফোনে বিরক্ত ও কু-প্রস্তাব দিয়ে অসছিলো।

জহির ফকির জানান, আমি কর্মের জন্য বিভিন্ন স্থানে থাকি আমার স্ত্রীকে
বিভিন্ন সময় মোবাইল ফোনে বিরক্ত করে এবং কুরূচী/ অশ্লানীন কথা বলে মইন । আমকে আমার স্ত্রী বললে আমি ২৭ জুলাই বিকেল ৫টার সময় উপজেলা সাব-জোনাল অফিস পটুয়াখালী পল্লী বিদ্যুৎ এর সহকারী জেনারেল ম্যানেজার মোঃ আবুল কালাম আযাদ সাহেবকে মইনের করুচীপূর্ন কথার রেকডিং শুনিয়ে অভিযোগ করি এবং তিনি শুনে ব্যবস্থা প্রহনের আস্বাস প্রদান করেন।

উপজেলা সাব-জোনাল অফিস পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার মোঃ আবুল কালাম আযাদ বলেন, আমি জহির এর কাছ থেকে লাইন ম্যান মইন এর কন্ঠে ওডিও রেকডিং এর মাধ্যমে শুনে তাৎক্ষনিক উপরস্থ কর্মকর্তা মহোদয়কে জানিয়েছি এবং তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গহন করা হবে বলে নির্দেশ দিয়েছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

১৭ বাড়ির ১৯ সাঁকো  বোয়ালমারীর সাঁকোর গ্রাম টুংরাইল

পটুয়াখালী ২ সন্তানের জননীকে মোবাইল ফোনে বিরক্ত ও কু-প্রস্তাব দেয়ায় অভিযোগ।

আপডেট টাইম : ০৫:২৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১

প্রতিনিধি দশমিনা (পটুয়াখালী): পটুয়াখালী দশমিনা উপজেলা সাব-জোনাল অফিস পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির লইন ম্যান মইন এর বিরুদ্ধে ২ সন্তানের জননীকে মোবাইল ফোনে বিরক্ত ও কু-প্রস্তাব দেয়ায় অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জান যায়, মইন দীর্ঘ ২ মাস পর্যন্ত উপজেলার আরোজবেগী গ্রামের মোঃ জহির ফকিরের স্ত্রীকে মোবাইল ফোনে বিরক্ত ও কু-প্রস্তাব দিয়ে অসছিলো।

জহির ফকির জানান, আমি কর্মের জন্য বিভিন্ন স্থানে থাকি আমার স্ত্রীকে
বিভিন্ন সময় মোবাইল ফোনে বিরক্ত করে এবং কুরূচী/ অশ্লানীন কথা বলে মইন । আমকে আমার স্ত্রী বললে আমি ২৭ জুলাই বিকেল ৫টার সময় উপজেলা সাব-জোনাল অফিস পটুয়াখালী পল্লী বিদ্যুৎ এর সহকারী জেনারেল ম্যানেজার মোঃ আবুল কালাম আযাদ সাহেবকে মইনের করুচীপূর্ন কথার রেকডিং শুনিয়ে অভিযোগ করি এবং তিনি শুনে ব্যবস্থা প্রহনের আস্বাস প্রদান করেন।

উপজেলা সাব-জোনাল অফিস পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার মোঃ আবুল কালাম আযাদ বলেন, আমি জহির এর কাছ থেকে লাইন ম্যান মইন এর কন্ঠে ওডিও রেকডিং এর মাধ্যমে শুনে তাৎক্ষনিক উপরস্থ কর্মকর্তা মহোদয়কে জানিয়েছি এবং তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গহন করা হবে বলে নির্দেশ দিয়েছেন।