দৌলতপুর(কুষ্টিয়া)প্রতিনিধিঃ কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পূর্বফিলিপনগর রিফিউজি পাড়া গ্রামের এক স্কুল পড়ুয়া মেয়ের সাথে একই গ্রামের আমির বিশ্বাসের ছেলে মাসুদ হোসেনের অবৈধ সম্পর্কে ৬মাসের অন্তসত্বা স্কুল পড়ুয়া মেয়ে।
বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য মেয়ের মা স্থানীয় কবিরাজের ঔষধ খাওয়ে মেয়ের গর্ভপাত ঘটিয়ে মাটিতে পুতে রাখার সময় এঘটনা জানাজানি হলে এলাকা জুড়ে শুরু হয়েছে তোলপাড়! এলাকাবাসী মেয়ের মাকে গাছের সাথে দড়ি দিয়ে বেধে পুলিশে খবর দেন।
সরেজমিনে গিয়ে জানা গেছে ফিলিপনগর ইউনিয়নের পূর্বফিলিপনগর রিফিউজি পাড়া গ্রামের আমির বিশ্বাসের ছেলে মাসুদ হোসেন (২০) সাথে স্কুল পড়–য়া মেয়ের সাথে দীর্ঘ দিনের অবৈধ সম্পর্কের কারণে গর্ভবতী হয়ে পড়েছে ভুক্তভোগী সেই স্কুল ছাত্রী স্থানীয়রা সাংবাদিকদের জানান, কুমারী মেয়ে গর্ভবতী হওয়ার খবরে পরিবারে ও গ্রামে নানা কানাঘুষা চলতে থাকলে মেয়ের মা বাধ্য হয়ে গোপনে মেয়ের গর্ভপাত করিয়েছেন।
এদিকে ঘটনার পরথেকে মাসুদ হোসেন পলাতক রয়েছে। এবিষয়ে জানতে একাধিকবার মাসুদের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে দৌলতপুর থানার তদন্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান গর্ভাতের ঘটনাটি সত্য আমরা ডিএন এ পরিক্ষার জন্য আলামত কুষ্টিয়ায় পাঠিয়েছিম, এ ব্যপারে মামলার প্রস্তুতি চলছে।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 















