নুরুল হক রুনু, মদন( নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলার বিভিন্ন হাওরে স্বল্প পরিসরে বোরো ধান কাটা শুরু হয়েছে। বি২৮ ধানের পাশাপাশি বিভিন্ন জাতের হাইব্রিড ধানও কাটতে শুরু করেছে কৃষক। কষ্টে ফলানোর সোনার ফসল ঘরে তুলতে অনেকেই ব্যস্ত সময় পার করছেন।
বিগত কয়েক বছরের চেয়ে এবছর উপজেলায় রোরো ধানের ফলন ভালো হয়েছে বলে জানান কৃষক। এলাকার হাওর গুলো বেশির ভাগ জমির ধানই পাকতে শুরু করেছে। আগামী সপ্তাহ দু ‘একের মধ্যে পুরোদমে ধান কাটা শুরু হবে।
উপজেলার গোবিন্দশ্রী গ্রামের কৃষক জজ মিয়া ৪ঠা এপ্রিল রোববার দুপুরে জানান, আজ ২ একর জমির বোরো বি২৮ জাতের ধান কেটেছি। এবং ধান মাড়াই করে না শুকিয়ে বর্তমান বাজারে প্রতি মণ ৮৫০ টাকা দরে বিক্রি করেছি। তবে ভরা মৌসুমে ধানের এই মূল্য থাকবে কি না এনিয়ে কৃষকদের মনে শঙ্কায় রয়েছে।
ভারপ্রাপ্ত কৃষি সম্প্রসারণ অফিসার রায়হানুল হক জানান, চলতি বোরো মৌসুমে উপজেলার পৌরসভা সহ ৮ ইউনিয়নে বিভিন্ন হাওরে এবছর ১৭ হাজার ৩৪০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে।আবহাওয়া অনুকূলে থাকায় বোরো ধানের ফলন ভাল হয়েছে।এ বছর লক্ষ্য মাত্রার চেয়ে বেশি ধান উৎপাদন হবে বলে আশা করছি।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 




















