জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে HEAT সাব-প্রকলপের উদ্বোধনী সেমিনার অনুষ্ঠিত
জবি প্রতিনিধি : পূজা সরকার : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে HEAT সাব- প্রকল্পের (PIN- 12175) এর উদ্বোধনী সেমিনার। শিক্ষা ও গবেষণার মান উন্নয়ন এবং মনোবিজ্ঞান বিষয়ের অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের SPM অধ্যাপক ড. অশোক কুমার সাহা এবং সেমিনারে সভাপতিত্ব করেন ASPM অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন। বক্তব্য রাখেন অধ্যাপক ড . নূর মোহাম্মদ, অধ্যাপক ড . মোহাম্মদ আকরাম উজ্জামান ও ড. ফাতেমা – তু-জোহার বিনতে জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক ড . ফারজানা আহমেদ।
UGC HEAT সাব- প্রকল্প এবং মনোবিজ্ঞান বিভাগের যৌথ আয়োজনে আয়োজিত এ অনুষ্ঠান মনোবিজ্ঞান শিক্ষায় গুনগত পরিবর্তন আনতে সহায়ক হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 


















