ভেড়ামারায় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করলেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী
হেলাল মজুমদার কুষ্টিয়া
কুষ্টিয়া ভেড়ামারা ফুডল্যান্ড ক্যাফেতে ভেড়ামারা স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিশিষ্ট আইনজীবী ও কুষ্টিয়া- ২ (ভেড়া মারা -মিরপুর) আসনের জাতীয়তাবাদী দল বিএনপি’র ধানের শীষের মনোনীত প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।
সোমবার দুপুর ১২ টা সময় স্থানীয় একটি রেস্টুরেন্ট ফুডল্যান্ড ক্যাফেতে ভেড়ামারা উপজেলা বিএনপি ও পৌর বিএনপি আয়োজিত উপজেলা স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন কুষ্টিয়া ২ ভেড়ামারা মিরপুর আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী
তিনি বলেন এলাকার নানা সামাজিক ও অর্থনৈতিক সমস্যা, স্থানীয় প্রশাসনের কার্যক্রম এবং জনগণের অগ্রগতি নিশ্চিত করার বিভিন্ন উদ্যোগ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় অংশ নেন। তিনি সাংবাদিকদের ভূমিকাকে গুরুত্ব দেওয়া এবং সত্য ও নির্ভুল সংবাদ প্রচারের ওপর জোর দেন।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের মাধ্যমে জনগণ সত্য জানতে পারে। তাই সাংবাদিকদের স্বাধীনতা এবং নৈতিক দায়িত্ব অক্ষুণ্ণ রাখা খুবই জরুরি। তিনি সাংবাদিকদের প্রতি সহযোগিতা সহযোগিতা চান। এ সময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র সদস্য সচিব শাহজাহান আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস এস আল হুসাইন সোহাগ, সহ ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডাক্তার আমিরুল ইসলাম মান্নান, দৈনিক যুগান্তর পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি রেজাউল করিম, সাপ্তাহিক সীমান্ত কথা পত্রিকার প্রকাশক ও সম্পাদক হেলাল মজুমদার, দৈনিক হিসনা বানী পত্রিকার প্রকাশক ও সম্পাদক আরিফুজ্জামান লিপ্টন, দৈনিক কুষ্টিয়া পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি আব্দুল আলিম, অনলাইন প্রেসক্লাব এর সভাপতি কামরুল ইসলাম মনা, দৈনিক কালের কন্ঠ পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি বুলবুল হোসেন, সমকাল পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি আজিজুল হাকিম, দৈনিক বিজনেস বাংলাদেশ ও সাপ্তাহিক সীমান্ত কথার পত্রিকার বার্তা সম্পাদক মাহমুদুল হাসান চন্দন, জনবানী পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি ওলিউল রহমান, দেশাতথ্য পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি জাহিদ হাসান , সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা। উপস্থিত ছিলেন।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 


















