রাজশাহী ব্যুরো: ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তৈরিতে অগ্রণী ব্যাংক পিএলসির আয়োজনে মাসব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি’ শেষ হয়েছে। গত ১৩ নভেম্বর শুরু হওয়া এ প্রশিক্ষণ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট, রাজশাহীতে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।
এডিবি’র অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ বাস্তবায়নাধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (SICIP)’ এর আওতায় বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং অগ্রণী ব্যাংক পিএলসির সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর (ভারপ্রাপ্ত) রথিন কুমার পাল। সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংক পিএলসির রাজশাহী সার্কেলের জেনারেল ম্যানেজার (জিএম) স্বপন কুমার ধর। ফুলে সাজানো মঞ্চ, অংশগ্রহণকারীদের উপস্থিতি এবং প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠানটি ছিল বর্ণিল।
রাজশাহীর বিভিন্ন উপজেলা থেকে আগত ২৫ জন সম্ভাবনাময় উদ্যোক্তা এ প্রশিক্ষণে অংশ নেন। উদ্যোক্তা ব্যবস্থাপনা, ব্যবসা পরিকল্পনা, আর্থিক ব্যবস্থাপনা, ব্যাংকিং প্রক্রিয়া, উদ্ভাবনী উদ্যোগ পরিচালনাসহ নানা বিষয়ে হাতে কলমে বাস্তবমুখী শিক্ষা দেওয়া হয়।
এসময় প্রধান অতিথি রথিন কুমার বলেন, অর্থনৈতিক উন্নয়নে উদ্যোক্তারা একটি রাষ্ট্রের চালিকা শক্তি। দক্ষ উদ্যোক্তা তৈরিতে এ প্রশিক্ষণ আপনাদের কর্মজীবনে মাইলফলক হয়ে থাকবে। আপনারা যে হাতে কলমে শিক্ষা অর্জন করেছেন, তার বাস্তব প্রয়োগ দেখতে চাই। আগামীতে সফল উদ্যোক্তা হিসেবে আপনাদের খবরের শিরোনামে দেখতে চাই।
পরে সভাপতি স্বপন কুমার বলেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও সক্ষম করে তোলাই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য। ভবিষ্যতে অগ্রণী ব্যাংক আপনাদের ব্যবসার পাশে থাকবে, তবে দায়িত্বশীল ব্যাংক কাস্টোমার হিসেবে নিজেদের প্রস্তুত করতে হবে। আশা করছি, এই প্রশিক্ষণ আপনাদের স্বাবলম্বী হতে এবং কর্মসংস্থান সৃষ্টি করতে সহায়তা করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রোগ্রাম ডিরেক্টর (SICIP) ও অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম, ডিপিডি ও যুগ্ম পরিচালক মোহাম্মদ ওয়াসিম, অগ্রণী ব্যাংক রাজশাহী জোনাল অফিসের ডিজিএম লোকমান হাকিম, সিপিসিআরএমএসডি ও এসএমই ক্রেডিট বিভাগের ডিজিএম আব্দুল মোত্তালিব এবং এজিএম ও ফ্যাকাল্টি সদস্য কাইউম মিঞা।
এসময় কয়েকজন প্রশিক্ষণার্থীর অভিজ্ঞতার কথা জানা হয়। গোদাগাড়ীর হাদিউল কাউনাইন মামুন বলেন, আমার প্রতিষ্ঠান ‘মাহীর হ্যান্ডিক্রাফট’। এখানে পরিবেশবান্ধব পণ্য তৈরি করি। এখানে এসে বুঝলাম সফল ব্যবসায়ী হতে যেসব জ্ঞান প্রয়োজন, তা আগে জানতাম না। প্রশিক্ষণ আমাকে আত্মবিশ্বাস দিয়েছে।
বাঘা উপজেলার আরিফা জেসমিন মনা, ‘স্বপ্নবুনন মহিলা সংস্থা’-র উদ্যোক্তা। তিনি বলেন,
“হস্তশিল্প করি অনেক দিন, কিন্তু কীভাবে বাজার তৈরি করতে হয় বা কীভাবে স্বাবলম্বী হওয়া যায় এ ধারণা প্রথম এখানেই পেলাম। আমার কর্মজীবনে এই প্রশিক্ষণ বড় পরিবর্তন আনবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদ্যোক্তা মাইনুল হাসান তপু জানান, রড–সিমেন্ট ব্যবসা করলেও সফল হবার কৌশল জানতাম না। এই প্রশিক্ষণ আমাকে সে দিকনির্দেশনা দিয়েছে। ভবিষ্যতে সফল উদ্যোক্তা হতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে সকল প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়। ৫ জন সেরা শিক্ষার্থীকে দেওয়া হয় ক্রেস্ট। এরপর প্রশিক্ষণার্থীদের তৈরি বিভিন্ন পণ্যের প্রদর্শনী ঘুরে দেখেন অতিথিরা।
মাসব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা এখন আরও প্রস্তুত, আরও আত্মবিশ্বাসী। ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির মাধ্যমে স্থানীয় অর্থনীতিকে গতিশীল করতে অগ্রণী ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগ রাজশাহীর ব্যবসা পরিবেশে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে—এমনটাই মত সকলের।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 






















