কুষ্টিয়ায় শীতার্ত দুঃস্থদের মাঝে বিজিবির কম্বল বিতরণ
দৌলতপুর,কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর উদ্যোগে শীতার্ত দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
আজ ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সদর এলাকার দায়িত্বপূর্ণ অঞ্চলে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি, এসইউপি, পিএসসি, জি। তিনি শীতার্ত গরীব ও অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন।

এ সময় অধিনায়ক বলেন, “বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত সুরক্ষার মাধ্যমে দেশের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুঃস্থ, গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দায়িত্ব পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও বিজিবির এ ধরনের মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, সমাজ থেকে মাদক চোরাচালান ও সীমান্ত অপরাধ নির্মূলে সবাইকে সচেতন হতে হবে এবং এসব অপরাধ থেকে দূরে থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
বিজিবির এই মানবিক সহায়তা কর্মসূচিতে উপকৃত স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেন এবং বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানান। শীতের এই দুর্যোগকালে বিজিবির পাশে দাঁড়ানো উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 


















