বোদায় ১০পিস ইয়াবা সহ আটক ১, তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১০ পিস ইয়াবা সহ ইবনে হাসান কাফি (২৭) নামের একজন কে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (২২ ডিসেম্বর) সকালে বোদা পৌর শহরের থানাপাড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ইবনে হাসান কাফি (২৭) কে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আশরাফুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ মাদক সেবনের অপরাধে গ্রেফতারকৃত ইবনে হাসান কাফিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় পঞ্চগড় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক হাসিবুল হাসান সহ তিনজন উপসহকারী পরিদর্শক ও কয়েকজন সিপাহি উপস্থিত ছিলেন।
জানা যায় আটককৃত ইবনে হাসান কাফি থানাপাড়া এলাকার লুৎফর রহমানের পুত্র। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাহুল সেন বলেন, পঞ্চগড়ের মাদক কারবারি ও মাদকসেবিদের বিষয়ে আমরা তৎপর রয়েছি। জনস্বার্থে এরকম অভিযান অব্যাহত থাকবে। এবিষয়ে বোদা থানা অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক বলেন, ভ্রাম্যমাণ আদালতের পর পুলিশের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 



















