বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : সন্ত্রাস দমন আইন ফেস-২ এর আওতায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতাকে আটক করে আদালতে পাঠিয়েছে স্থানীয় থানা পুলিশ। গত রোববার রাতে তাকে বোয়ালমারী পৌরসভার চতুল গ্রামের নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটক হওয়া মো. মনিরুজ্জামান মৃধা ওরফে লিটন মৃধা (৪৭) ফরিদপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
তিনি ২০২১ সালে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে মেয়র পদে এবং ২০২৪ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন। গত ৪ সেপ্টেম্বর বোয়ালমারী থানায় সন্ত্রাস দমন আইনে দায়েরকৃত ৫ নং মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার (২২.১২.২৫) দুপুরে তাকে আদালতে চালান করা হয়। বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 




















