৭৫ কুষ্টিয়া -১ দৌলতপুর আসনে বিএনপির দলীয় মনোনয়নপত্র দাখিল করলেন বাচ্চু মোল্লা
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপিসহ ৫ জন প্রার্থী সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করছেন। আজ সোমবার দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা তাদের নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেন। কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে মনোয়নপত্র দাখিলকারী প্রার্থীদের মধ্যে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনিত প্রার্থী রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা। মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের বিএনপি দলীয় প্রার্থী ও দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি আলহাজ¦ রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা, সাংগঠনিক (২) সম্পাদক আতাউর রহমান, দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক রাশেদুল হক শামীম, দৌলতপুর উপজেলা যুবদলের আহŸায়ক বেনজির আহমেদ বাচ্চু, দৌলতপুর উপজেলা ছাত্রদলের আহŸায়ক মাসুদুজ্জামান রুবেল। এছাড়াও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনিত প্রার্থী মোহা. বদিরুজ্জামান, গণঅধিকার পরিষদ মনোনিত প্রার্থী মো. শাহাবুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি) মনোনিত প্রার্থী মো. গিয়াস উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক যুগ্মআহŸায়ক মো. নুরুজ্জামান হাবলু মোল্লা।
দৌলতপুর উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ গুহ জানান, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার বিভিন্ন দলের ৫জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এ আসন থেকে তার দপ্তর থেকে ১০জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। বাঁকী প্রার্থীর জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 















