কুষ্টিয়ায় বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে ৩৩ লাখ টাকার মাদকদ্রব্য আটক
দৌলতপুর(কুষ্টিয়া)প্রতিনিধিঃ
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী অভিযানে পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় প্রায় ৩৩ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা মূল্যের মাদকদ্রব্য আটক করেছে।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী যাত্রীবাহী বাসের মাধ্যমে বিপুল পরিমাণ মাদক পাচারের তথ্য পাওয়া যায়।
এরই ধারাবাহিকতায় গত ০৬ জানুয়ারি ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টা ১০ মিনিটে ব্যাটালিয়ন সদরের একটি চৌকস টহল দল আমলা বাজার ব্রিজ এলাকায় এইচ আর এন্টারপ্রাইজ নামক যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এ সময় বাস থেকে মালিকবিহীন অবস্থায় ৯ হাজার ৭৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৯ লাখ ৩২ হাজার ৫০০ টাকা।
এর আগের দিন ০৫ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ১৪২/৬-এস হতে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শেওড়াতলা মাঠ নামক স্থানে পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ১০ বোতল ভারতীয় মদ ও ১ হাজার ৪৪০ পিস সিনডিনাফিল ট্যাবলেট আটক করা হয়। এসব মাদকের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ৪৭ হাজার টাকা।
সব মিলিয়ে অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্যের মোট সিজার মূল্য দাঁড়িয়েছে ৩৩ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা।
বিজিবি জানায়, মালিকবিহীন অবস্থায় আটককৃত এসব মাদকদ্রব্য ধ্বংসের লক্ষ্যে ব্যাটালিয়ন স্টোরে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বলে জানানো হয়। সাম্প্রতিক এই অভিযান মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ নির্মূলে বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 














