ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ জানুয়ারী ২০২৬, ২৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
দ্বিধাদ্বন্দ্ব ভুলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান — অধ্যাপক শহিদুল ইসলাম কুষ্টিয়ায় বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে ৩৩ লাখ টাকার মাদকদ্রব্য আটক বোয়ালমারীতে সংবাদকর্মীদের সাথে জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থীর মতবিনিময়  ভেড়ামারায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে উপজেলা প্রশাসন অভিযোগের ভিত্তিতে থানায় দফায় দফায় ডেকে হয়রানি-পুলিশের বিরুদ্ধে ১০ লাখ টাকা চাওয়ার অভিযোগ ফরিদপুর-১ আসনে ১৫ জনের মধ্যে ৭ জন প্রার্থী বৈধ” দলীয়রা টিকলেন, বাদ পড়লেন অধিকাংশ স্বতন্ত্র ফরিদপুর-১ আসনে মনোনয়ন যাচাইয়ে ব্যতিক্রমী চিত্র” ১৫ প্রার্থীর কেউই প্রাথমিকভাবে বৈধ নন, বাতিল ৭-স্থগিত ৮ নওগাঁয় পুলিশের অভিযানে ডাকাতির মালামালসহ ৩ ডাকাত গ্রেফতার হোসেনপুরে খাদ্য বিভাগের ধান ক্রয়ে অনিয়ম ও দুর্নীতি: সিন্ডিকেটের মাধ্যম ছাড়া গুদামে ধান দিতে পারছেনা কৃষকেরা কুষ্টিয়া-১ আসনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ, বিএনপির স্বতন্ত্র প্রার্থীসহ দু’জন বাদ

দ্বিধাদ্বন্দ্ব ভুলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান — অধ্যাপক শহিদুল ইসলাম

দ্বিধাদ্বন্দ্ব ভুলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান— অধ্যাপক শহিদুল ইসলাম
বিএনপিতে কোনো কোন্দল নেই, সবাই ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ— ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী

হেলাল মজুমদার, কুষ্টিয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া-২ (ভেড়ামারা–মিরপুর) আসনে বিএনপির অভ্যন্তরীণ ঐক্য জোরদারে উদ্যোগ নিয়েছে জেলা বিএনপি। এর অংশ হিসেবে বিএনপির মনোনয়ন না পাওয়া বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহিদুল ইসলামের বাসভবনে দলীয় প্রার্থীসহ শীর্ষ নেতারা বৈঠক করেছেন।

সোমবার ও মঙ্গলবার অনুষ্ঠিত এই বৈঠকে দলীয় দ্বিধাদ্বন্দ্ব ভুলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিজয় নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

মনোনয়ন ঘোষণার পর কুষ্টিয়ার দুটি সংসদীয় আসনে দলীয় কোন্দল প্রকাশ্যে আসে। তবে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সেই বিভেদ নিরসনে জেলা বিএনপি সক্রিয় ভূমিকা নেয়। দলীয় সূত্র জানায়, মিরপুর ও ভেড়ামারা উপজেলার বিএনপির অধিকাংশ নেতা-কর্মী অধ্যাপক শহিদুল ইসলামের অনুসারী। তাঁকে বাইরে রেখে কোনো সিদ্ধান্ত কার্যকর করা কঠিন—এমন বাস্তবতা থেকেই এই উদ্যোগ।

এ উপলক্ষে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্যসচিব জাকির হোসেন সরকারসহ শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে প্রথমে মিরপুর মহিরা কলেজ এবং পরে ভেড়ামারায় অধ্যাপক শহিদুল ইসলামের বাসভবনে যান।

সভায় বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপক শহিদুল ইসলাম বলেন,
“ব্যক্তিগত দ্বিধাদ্বন্দ্ব ভুলে দলীয় প্রতীক ধানের শীষের পক্ষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিএনপির বিজয়ের জন্য ঐক্যই সবচেয়ে বড় শক্তি।”

প্রধান বক্তার বক্তব্যে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন,
“বিএনপির মধ্যে কোনো কোন্দল নেই। সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করছে এবং ইনশাআল্লাহ বিজয় নিশ্চিত হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক মোঃ কুতুবউদ্দিন আহমেদ। সভায় সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম।

এ সময় ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর, জুনিয়াদহ, বাহিরচর, মোকারিমপুর, ধরমপুর ও চাঁদগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

দ্বিধাদ্বন্দ্ব ভুলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান — অধ্যাপক শহিদুল ইসলাম

দ্বিধাদ্বন্দ্ব ভুলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান — অধ্যাপক শহিদুল ইসলাম

আপডেট টাইম : ০৯:০৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬

দ্বিধাদ্বন্দ্ব ভুলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান— অধ্যাপক শহিদুল ইসলাম
বিএনপিতে কোনো কোন্দল নেই, সবাই ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ— ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী

হেলাল মজুমদার, কুষ্টিয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া-২ (ভেড়ামারা–মিরপুর) আসনে বিএনপির অভ্যন্তরীণ ঐক্য জোরদারে উদ্যোগ নিয়েছে জেলা বিএনপি। এর অংশ হিসেবে বিএনপির মনোনয়ন না পাওয়া বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহিদুল ইসলামের বাসভবনে দলীয় প্রার্থীসহ শীর্ষ নেতারা বৈঠক করেছেন।

সোমবার ও মঙ্গলবার অনুষ্ঠিত এই বৈঠকে দলীয় দ্বিধাদ্বন্দ্ব ভুলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিজয় নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

মনোনয়ন ঘোষণার পর কুষ্টিয়ার দুটি সংসদীয় আসনে দলীয় কোন্দল প্রকাশ্যে আসে। তবে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সেই বিভেদ নিরসনে জেলা বিএনপি সক্রিয় ভূমিকা নেয়। দলীয় সূত্র জানায়, মিরপুর ও ভেড়ামারা উপজেলার বিএনপির অধিকাংশ নেতা-কর্মী অধ্যাপক শহিদুল ইসলামের অনুসারী। তাঁকে বাইরে রেখে কোনো সিদ্ধান্ত কার্যকর করা কঠিন—এমন বাস্তবতা থেকেই এই উদ্যোগ।

এ উপলক্ষে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্যসচিব জাকির হোসেন সরকারসহ শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে প্রথমে মিরপুর মহিরা কলেজ এবং পরে ভেড়ামারায় অধ্যাপক শহিদুল ইসলামের বাসভবনে যান।

সভায় বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপক শহিদুল ইসলাম বলেন,
“ব্যক্তিগত দ্বিধাদ্বন্দ্ব ভুলে দলীয় প্রতীক ধানের শীষের পক্ষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিএনপির বিজয়ের জন্য ঐক্যই সবচেয়ে বড় শক্তি।”

প্রধান বক্তার বক্তব্যে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন,
“বিএনপির মধ্যে কোনো কোন্দল নেই। সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করছে এবং ইনশাআল্লাহ বিজয় নিশ্চিত হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক মোঃ কুতুবউদ্দিন আহমেদ। সভায় সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম।

এ সময় ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর, জুনিয়াদহ, বাহিরচর, মোকারিমপুর, ধরমপুর ও চাঁদগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।