দৌলতপুরে ছাত্রদলের ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :
কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা অনুযায়ী কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে উপজেলা ছাত্রদল ও এর অধীনস্থ বিভিন্ন কলেজ শাখা ছাত্রদলের নেতা-কর্মীদের অংশগ্রহণে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) উপজেলার আল্লার দর্গা বাজারের নুরুজ্জামান বিশ্বাস অডিটোরিয়ামে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে দৌলতপুর উপজেলা ছাত্রদল।
কর্মশালাটি কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল এবং সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল ইসলাম।
কর্মশালায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত আগামীর বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্র সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়। এতে বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান সাইদুল ইসলাম পলাশ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আফফান,
স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারন সম্পাদক মুনতাসির মামুন, কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মুজ্জাবির রহমান রাব্বি ও সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিসাতসহ অন্যান্য নেতারা।
বক্তারা বলেন, দেশ গঠনে শিক্ষিত ও সচেতন ছাত্রসমাজের ভূমিকা অপরিসীম। তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে ছাত্রদলকে সুসংগঠিত ও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদল নেতৃবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করেন
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 

















