ভেড়ামারায় ৫ দিনব্যাপী স্কাউটস পিএল কোর্স শুরু, পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা
মেজবাহ উরঃ
কুষ্টিয়ার ভেড়ামারায় বাংলাদেশ স্কাউটস ভেড়ামারা উপজেলা স্কাউটসের ব্যবস্থাপনায় ৫ দিনব্যাপী প্যাট্রোল লিডার (পিএল) কোর্স শুরু হয়েছে।
গত ১১ জানুয়ারি রোববার বিকেল ৪টায় কোর্সের উদ্বোধনী কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কোর্সের দ্বিতীয় দিনে পরিদর্শনে আসেন ভেড়ামারা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক হোসেন। এ সময় তিনি প্রশিক্ষণরত স্কাউটদের উদ্দেশ্যে বলেন, স্কাউটিং একজন শিক্ষার্থীকে মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে। দেশ ও সমাজ গঠনে নেতৃত্ব দিতে স্কাউটিং কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন কোর্স লিডার তৌহিদুল ইসলাম, কোর্স সম্পাদক শরিফুজ্জামান বিল্লু, কাউন্সিলার নুরুন্নাহার শেফা, শাহরিয়ার জাহান তারিক, আঃ হাই সিদ্দিকী, আবুল হাসেম, মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট স্কাউট নেতৃবৃন্দ।
জানা গেছে, এ পিএল কোর্সে কুষ্টিয়া জেলার ৬টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪০ জন স্কাউট অংশগ্রহণ করছেন।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 

















