শীতার্ত মানুষের পাশে তানোর সাংবাদিক ক্লাব পরিবার
রাজশাহী ব্যুরো! হাড় কাঁপানো শীতে যখন জনজীবন বিপর্যস্ত, তখন রাজশাহীর তানোর উপজেলার ছিন্নমূল ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টিএসসি)। মানবিক দায়বদ্ধতা থেকে সংগঠনটির উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থান ঘুরে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।
সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত তানোরের রাস্তার পাশে, গ্রামাঞ্চল ও অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রকৃত শীতার্তদের হাতে কম্বল তুলে দেন তানোর সাংবাদিক ক্লাবের সদস্যরা। শীতের তীব্রতায় কষ্টে থাকা মানুষের মুখে এতে স্বস্তির হাসি ফুটে ওঠে।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে সভাপতিত্ব করেন তানোর সাংবাদিক ক্লাবের সভাপতি সোহানুল হক পারভেজ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মিজানুর রহমান মিজান, তানোর থানা মোড় আদর্শ বণিক সমিতির সাবেক সভাপতি এবং মেসার্স তসলিমা ইলেকট্রনিক্সের প্রতিষ্ঠাতা পরিচালক শহিদুল ইসলাম (নান্টু)সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভাপতি সোহানুল হক পারভেজ বলেন, “চলতি শীতে দরিদ্র মানুষের দুর্ভোগ বেড়েছে। সেই কষ্ট উপলব্ধি করেই আমরা নিজেরা মাঠে নেমে প্রকৃত শীতার্তদের খুঁজে শীতবস্ত্র পৌঁছে দিচ্ছি। পর্যায়ক্রমে এই কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি শীতার্ত মানুষের সহায়তায় সমাজের বিত্তবান ও সচেতন মহলের প্রতি এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক ও মানবিক দায়িত্ব।
এদিকে, এই মানবিক উদ্যোগে তানোর সাংবাদিক ক্লাবের প্রতি সাধারণ মানুষের প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ পাচ্ছে। পাশাপাশি সংগঠনের উপদেষ্টা, দৈনিক উপচার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় সভাপতি নুরে ইসলাম মিলনের অসুস্থ মায়ের সুস্থতা কামনায় উপস্থিত অনেকেই দোয়া করেন।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 


















