ভেড়ামারা উপজেলা প্রশাসন ফুটপথ দখল মুক্ত করল
হেলাল মজুমদার ভেড়ামারা
কুষ্টিয়ার ভেড়ামারা শহরের প্রধান সড়কের ফুটপাত দখল করে গড়ে উঠেছে দোকান।
ফুটপাতগুলোতে উচ্ছেদ অভিযান চালিয়ে দখলমুক্ত করা অত্যন্ত জরুরী হয়ে পড়েছে এই সিরনামে গত দুই দিন আগে বিভিন্ন পত্রিকা ও অনলাইন পত্রিকায় নিউজ হওয়ার ভিত্তিতে
বৃহস্পতিবার বিকেল তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত বাস স্ট্যান্ড থেকে হিসনা নদী পর্যন্ত ফুটপথ দখলকারীদের কবল থেকে উচ্ছেদ করলো ভেড়ামারা উপজেলা প্রশাসন । এসময় উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম বলেন, উচ্ছেদ অভিযানের গত দুইদিন আগে উপজেলার পক্ষ থেকে ফুটপাত অবমুক্ত করার জন্য সময নির্ধারণ করে মাইকিং করা হয়েছিলো। সেই সময়টা ছিলো বৃহস্পতিবার দুপুর বারোটা পর্যন্ত। এরই প্রেক্ষিতে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও ভেড়ামারা পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এক সঙ্গে বিকেল তিনটা থেকে ভেড়ামারা বাস স্ট্যান্ড থেকে হিসনা নদী পর্যন্ত ফুটপাত অবমুক্ত করার জন্য অভিযান পরিচালনা করা হয়। এর পরেও যদি আবারো ফুটপথ দখল করে মানুষের চলাচলের বিঘ্ন সৃষ্টি করলে পরবর্তীতে জেল জরিমানা হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা: গাজী আশিক বাহার, ভেড়ামারা পৌরসভার সচিব সরোয়ার হোসেন, ভেড়ামারা থানার ওসি তদন্ত রাকিবুল ইসলাম, সহ গণমাধ্যম কর্মী, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ প্রশাসন উচ্ছেদ অভিযানে অংশগ্রহণ করেন।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 

















