ভেড়ামারায় বাংলাদেশ স্কাউটসের পিএল কোর্সের সফল সমাপনী
মেজবাহ্ঃ
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বাংলাদেশ স্কাউটসের ব্যবস্থাপনায় আয়োজিত পিএল (প্যাট্রোল লিডার) কোর্সের সমাপনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও বাংলাদেশ স্কাউটস ভেড়ামারা উপজেলা কমিশনার ফারুক আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস কুষ্টিয়া জেলার কমিশনার জনাব জাকারিয়া, জেলা সম্পাদক আশরাফুল হক এবং কোষাধ্যক্ষ মোঃ আব্দুল জলিল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবুল হাশেম (উডব্যাজার)। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জালাল উদ্দিন।
গত ১১ জানুয়ারী পিএল কোর্সটি ৪০ জন শিক্ষার্থীর অংশগ্রহনে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছিল।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বায়েজিদ বোস্তামী। এরপর স্কাউট প্রতিজ্ঞা পাঠ করেন শান্ত বিশ্বাস।
সমাপনী পর্বে কোর্স লিডার মোঃ তৌহিদুল ইসলাম তার বক্তব্যে বলেন, স্কাউটিংয়ের প্রশিক্ষণ তরুণদের মধ্যে নেতৃত্বগুণ, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
প্রধান অতিথির বক্তব্যে ডা. গাজী আশিক বাহার বলেন, স্কাউট আন্দোলন তরুণ সমাজকে দেশপ্রেমিক, দায়িত্বশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখছে।
মহাতাবু জলসার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। পরে কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 


















