ভেড়ামারায় শীতার্তদের পাশে দাঁড়ালেন ব্র্যাক
হেলাল মজুমদার কুষ্টিয়া
কুষ্টিয়ার ভেড়ামারায় ব্র্যাক অফিসের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্তু ( কম্বল) বিতরণ করেছে ।
ভেড়ামারা ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স এর আয়োজনে রবিবার বিকেল ৩ টার সময় ভেড়ামারা উপজেলার ব্র্যাক অফিসের এলাকার চাঁদগ্রাম ইউনিয়নে ও বাহিরচর ইউনিয়নের দুুস্হ ও অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন ব্রাক অফিস এবং দুস্হ ও অসাহায় মানুষদের মাঝে শীতবস্ত (কম্বল) তুলে দেয়া হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ভেড়ামারা অফিসের ব্যবস্থাপক মুশফিকুর রহমান সিদ্দিকী তিনি বলেন, আমরা ব্র্যাক ভেড়ামারা অফিসের উদ্যোগে অসহায় দুস্থ গরিব মানুষদের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে । শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, এখন যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তাই বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
শীত বস্তু নিতে আসা হতদরিদ্র রুমা খাতুন জানান, আমরা খুব অসহায় গরিব মানুষ শীতে খুব কষ্ট করতে ছিলাম ব্র্যাক অফিস আমাকে একখানা কম্বল দিছে আমি খুব খুশি,আমি দোয়া করি তাদের জন্য।
এসময় আরো উপস্থিত ছিলেন ভেড়ামারা ব্র্যাক অফিসের এস এস লীড জেনারেশন প্রোগ্রামের আর সি মহাদেব দাস,ভেড়ামারা এরিয়া অফিসের সিনিয়ার শাখা ব্যবস্থাপক তামান্না হাসান চিশতী, বি সি ইউ পি প্রোগ্রামের শাখা ব্যবস্থাপক গোলাম মুনতাকিম আহমেদ,ব্র্যাক বি এইচ পি প্রোগ্রামের টি বি অফিসার মোসাম্মৎ সাহানাজ পারভীন সহ অফিসের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 


















