বোয়ালমারীতে ট্রাক নসিমন সংঘর্ষে নিহত ১
আহত ২
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে মঙ্গলবার (২৭.০১.২৬) ট্রাক নসিমন সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ সময় আরও ২ জন আহত হয়। আহতদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, মঙ্গলবার বিকেল ৫ টার দিকে বোয়ালমারী-মহম্মদপুর সড়কের ময়না ইউনিয়নের বেলজানি এলাকায় ট্রাকের সাথে নসিমনের (৩ চাকার স্যালো মেশিন চালিত যান) মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে রাকিব মোল্যা (২৭) নামে এক যুবক ঘটনাস্থলেই মারা যায়। শিপন ও জাকারিয়া নামে দুইজন গুরতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত ও আহতরা নসিমনের যাত্রী। এলাকাবাসী ট্রাক ড্রাইভারক আটক করে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ ট্রাক ও ড্রাইভারকে হেফাজতে নিয়ে থানায় নিচ্ছে।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, ট্রাকের সাথে নসিমনের সংঘর্ষে একজন নিহত হয়েছে ও দুইজন আহত হয়েছে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক আর ট্রাক ড্রাইভারকে থানায় আনা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 

















