মহাদেবপুরে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার ১
মোহাম্মদ আককাস আলী :
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম নওগাঁ জেলায় যোগদান এরপর থেকেই প্রতিটি থানার মাদক কারবারি ও মাদক সেবীরা আতঙ্কে রয়েছে। সেই ধারাবাহিকতায় গত সোমবার রাতে মহাদেবপুর থানা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাতুর ইউপির মহিষবাথান গ্রামস্থ জনৈক সাহেব আলীর বাড়ীর দক্ষিণ পাশে মহিষবাথান টু কাটাবাড়ি গামী পাঁকা রাস্তার উপর দুইজন মাদক ব্যাবসায়ী মাদকদ্রব্য গাঁজা বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করিতেছে। বিষয়টি গোপনে জানার পর অফিসার ফোর্স ছদ্দবেশ ধারন করে এবং পোশাকধারী পুলিশ এর সহায়তায় মাদক ব্যাবসায়ী মো.সোহাগ হোসেন(২৫), পিতা-মৃত মোকলেছার রহমান সাং-মহিষবাথান থানা-মহাদেবপুর, জেলা-নওগাঁকে ০২ (দুই) কেজি গাঁজাসহ গ্রেফতার করে। উক্ত সময় অপর একজন মাদক ব্যাবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। পলাতক অপর মাদক ব্যাবসায়ীর নাম ঠিকানা জিজ্ঞাসা করিলে তার নাম মোঃ হাই বাবু (৫৫), পিতা-অজ্ঞাত উদ্দিন, সাং- হাতুর থানা-মহাদেবপুর, জেলা-নওগাঁ বলে জানায়। উক্ত মাদক উদ্ধার বিষয়ে মহাদেবপুর থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 

















