ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
পরিবার বিচ্ছিন্ন শিশুদের নিয়ে পঞ্চগড়ে শীতের পিঠা উৎসব  ঘোড়াঘাটে জামায়াতে ইসলামীর নির্বাচনী মিছিল ও পথসভা সিলেটে শীত মৌসুমে লাগামহীন লোডশেডিং নির্বাচনী নিরাপত্তায় কুষ্টিয়ার দৌলতপুরে বিজিবির সর্বাত্মক প্রস্তুতি বিদেশি খেলোয়াড়দের নৈপুণ্যে ব্যাডমিন্টনের রঙিন উৎসব দৌলতপুরে দৌলতপুরে ১৪ লক্ষ টাকার মালামাল নিয়ে ডেকোরেটর মালিক নিখোঁজ, থানায় অভিযোগ ভেড়ামারায় নির্বাচনী  প্রশিক্ষণ কর্মশালা,  অবহিতকরণ সভা  বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবদল নেতা আটক, পিস্তল ও গুলি উদ্ধার ভেড়ামারায় জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ পঞ্চগড় ২ আসনে জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে আচরন বিধি ভঙ্গের অভিযোগ 

দৌলতপুরে ১৪ লক্ষ টাকার মালামাল নিয়ে ডেকোরেটর মালিক নিখোঁজ, থানায় অভিযোগ

দৌলতপুরে ১৪ লক্ষ টাকার মালামাল নিয়ে ডেকোরেটর মালিক নিখোঁজ, থানায় অভিযোগ

দৌলতপুর প্রতিনিধিঃ
দৌলতপুরে প্রায় ১৪ লক্ষ টাকা মূল্যের ডেকোরেশনের মালামাল নিয়ে আশিক ইবনে তক্কেল নামের এক ডেকোরেটর ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

আশিক উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের চামনাই আল্লারদর্গা এলাকার তক্কেল আলীর ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ জানুয়ারি আশিক একটি বড় কাজ পাওয়ার কথা বলে দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকার ৫ জন ডেকোরেটর ব্যবসায়ীর কাছ থেকে বিভিন্ন প্রকার ডেকোরেশনের মালামাল সংগ্রহ করেন। এরপর থেকেই তিনি হঠাৎ করে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলেন।
ভুক্তভোগীদের দাবি, আশিকের কাছে থাকা এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ১৪ লক্ষ টাকা। ঘটনার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং ব্যবসা প্রতিষ্ঠানেও তাকে পাওয়া যাচ্ছে না। এখন পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি।

এ বিষয়ে দৌলতপুর উপজেলার চরদিয়ার এলাকার আফজাল হোসেন বাদী হয়ে গত ২৮ জানুয়ারি রাতে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে দৌলতপুর ডেকোরেটর মালিক সমিতির সভাপতি রাজিব আহমেদ বলেন, “বিষয়টি শোনার পরে সকল ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং ভুক্তভোগীদের নিয়ে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এমন ঘটনায় ডেকোরেটর ব্যবসায়ীরা চরম দুঃশ্চিন্তায় রয়েছে।”

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভুক্তভোগীরা দ্রুত নিখোঁজ ডেকোরেটর মালিকের সন্ধান ও মালামাল উদ্ধারের জোর দাবি জানিয়েছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পরিবার বিচ্ছিন্ন শিশুদের নিয়ে পঞ্চগড়ে শীতের পিঠা উৎসব 

দৌলতপুরে ১৪ লক্ষ টাকার মালামাল নিয়ে ডেকোরেটর মালিক নিখোঁজ, থানায় অভিযোগ

আপডেট টাইম : ০৮:২৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

দৌলতপুরে ১৪ লক্ষ টাকার মালামাল নিয়ে ডেকোরেটর মালিক নিখোঁজ, থানায় অভিযোগ

দৌলতপুর প্রতিনিধিঃ
দৌলতপুরে প্রায় ১৪ লক্ষ টাকা মূল্যের ডেকোরেশনের মালামাল নিয়ে আশিক ইবনে তক্কেল নামের এক ডেকোরেটর ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

আশিক উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের চামনাই আল্লারদর্গা এলাকার তক্কেল আলীর ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ জানুয়ারি আশিক একটি বড় কাজ পাওয়ার কথা বলে দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকার ৫ জন ডেকোরেটর ব্যবসায়ীর কাছ থেকে বিভিন্ন প্রকার ডেকোরেশনের মালামাল সংগ্রহ করেন। এরপর থেকেই তিনি হঠাৎ করে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলেন।
ভুক্তভোগীদের দাবি, আশিকের কাছে থাকা এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ১৪ লক্ষ টাকা। ঘটনার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং ব্যবসা প্রতিষ্ঠানেও তাকে পাওয়া যাচ্ছে না। এখন পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি।

এ বিষয়ে দৌলতপুর উপজেলার চরদিয়ার এলাকার আফজাল হোসেন বাদী হয়ে গত ২৮ জানুয়ারি রাতে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে দৌলতপুর ডেকোরেটর মালিক সমিতির সভাপতি রাজিব আহমেদ বলেন, “বিষয়টি শোনার পরে সকল ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং ভুক্তভোগীদের নিয়ে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এমন ঘটনায় ডেকোরেটর ব্যবসায়ীরা চরম দুঃশ্চিন্তায় রয়েছে।”

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভুক্তভোগীরা দ্রুত নিখোঁজ ডেকোরেটর মালিকের সন্ধান ও মালামাল উদ্ধারের জোর দাবি জানিয়েছেন।