ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
পরিবার বিচ্ছিন্ন শিশুদের নিয়ে পঞ্চগড়ে শীতের পিঠা উৎসব  ঘোড়াঘাটে জামায়াতে ইসলামীর নির্বাচনী মিছিল ও পথসভা সিলেটে শীত মৌসুমে লাগামহীন লোডশেডিং নির্বাচনী নিরাপত্তায় কুষ্টিয়ার দৌলতপুরে বিজিবির সর্বাত্মক প্রস্তুতি বিদেশি খেলোয়াড়দের নৈপুণ্যে ব্যাডমিন্টনের রঙিন উৎসব দৌলতপুরে দৌলতপুরে ১৪ লক্ষ টাকার মালামাল নিয়ে ডেকোরেটর মালিক নিখোঁজ, থানায় অভিযোগ ভেড়ামারায় নির্বাচনী  প্রশিক্ষণ কর্মশালা,  অবহিতকরণ সভা  বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবদল নেতা আটক, পিস্তল ও গুলি উদ্ধার ভেড়ামারায় জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ পঞ্চগড় ২ আসনে জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে আচরন বিধি ভঙ্গের অভিযোগ 

বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবদল নেতা আটক, পিস্তল ও গুলি উদ্ধার

বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবদল নেতা আটক, পিস্তল ও গুলি উদ্ধার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ মাহবুবুর রহমান সজীব (৩১) নামে এক যুবদল নেতাকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি ৭.৬৫ মি.মি. পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

গত বুধবার দিবাগত রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার ময়েনদিয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত মাহবুবুর রহমান সজীব বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া এলাকার মৃত হাবিবুর মিয়ার ছেলে। সজীবরা এক ভাই ও এক বোন। তিনি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্বে রয়েছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা যুবদলের আহ্বায়ক মিনহাজুর রহমান লিপন।

সেনা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বোয়ালমারী উপজেলার ময়েনদিয়া বাজার এলাকায় এক ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের একটি দল এবং বোয়ালমারী থানা পুলিশের সদস্যরা যৌথভাবে অভিযান চালায়।

অভিযানকালে বাজার এলাকা ঘিরে সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করা হলে তার কাছ থেকে অবৈধ পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়। উদ্ধারকৃত অস্ত্রসহ আটক ব্যক্তিকে বোয়ালমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) সকাল পৌনে ১১টার দিকে বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা মো. শিমুল মোল্লা জানান, এ ঘটনায় অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ১৭।

আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এর সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। কিছুক্ষণের মধ্যে আসামিকে আদালতে পাঠানো হচ্ছে।

সেনা সূত্র আরো জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মাদক, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে মাঠে রয়েছে সেনাবাহিনী। সন্দেহজনক ব্যক্তি বা অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়ার জন্য সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পরিবার বিচ্ছিন্ন শিশুদের নিয়ে পঞ্চগড়ে শীতের পিঠা উৎসব 

বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবদল নেতা আটক, পিস্তল ও গুলি উদ্ধার

আপডেট টাইম : ০৫:২৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবদল নেতা আটক, পিস্তল ও গুলি উদ্ধার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ মাহবুবুর রহমান সজীব (৩১) নামে এক যুবদল নেতাকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি ৭.৬৫ মি.মি. পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

গত বুধবার দিবাগত রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার ময়েনদিয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত মাহবুবুর রহমান সজীব বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া এলাকার মৃত হাবিবুর মিয়ার ছেলে। সজীবরা এক ভাই ও এক বোন। তিনি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্বে রয়েছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা যুবদলের আহ্বায়ক মিনহাজুর রহমান লিপন।

সেনা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বোয়ালমারী উপজেলার ময়েনদিয়া বাজার এলাকায় এক ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের একটি দল এবং বোয়ালমারী থানা পুলিশের সদস্যরা যৌথভাবে অভিযান চালায়।

অভিযানকালে বাজার এলাকা ঘিরে সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করা হলে তার কাছ থেকে অবৈধ পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়। উদ্ধারকৃত অস্ত্রসহ আটক ব্যক্তিকে বোয়ালমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) সকাল পৌনে ১১টার দিকে বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা মো. শিমুল মোল্লা জানান, এ ঘটনায় অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ১৭।

আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এর সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। কিছুক্ষণের মধ্যে আসামিকে আদালতে পাঠানো হচ্ছে।

সেনা সূত্র আরো জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মাদক, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে মাঠে রয়েছে সেনাবাহিনী। সন্দেহজনক ব্যক্তি বা অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়ার জন্য সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।