ভেড়ামারায় নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা
হেলাল মজুমদার কুষ্টিয়া
কুষ্টিয়ার ভেড়ামারায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ব্রিফিং ও দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকাল দশটার সময় উপজেলা পরিষদের হল রুমে ও কুষ্টিয়া সিনিয়র জেলা নির্বাচন অফিসের আয়োজনে ভেড়ামারায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ব্রিফিং ও দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

এবং বাহিরচর ইউনিয়ন পরিষদ মাঠে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এর দিন গণভোেট (হ্যাঁ/না) প্রচারণার লক্ষ্যে ইউনিয়ন পরিষদের সকল উপকারভোগী, জনসাধারণদের সাথে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন।তিনি বলেন
নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোটগ্রহণকারী প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় ভোটগ্রহণ পদ্ধতি, ব্যালট পেপার ও ব্যালট বাক্স ব্যবস্থাপনা, ভোটার শনাক্তকরণ, ভোট গণনা ও ফলাফল প্রেরণ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার পিপিএম (বার) মোহাম্মদ জসীম উদ্দিন।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ডাঃ আশিক বাহার, অতিরিক্ত পুলিশ সুপার ( সার্কেল) (ভেড়ামারা ও দৌলতপুর), দেলোয়ার হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান, ভেড়ামারা থানার ওসি (তদন্ত) রাকিবুল ইসলাম,
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 


















