ঘোড়াঘাটে জামায়াতে ইসলামীর নির্বাচনী মিছিল ও পথসভা
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটের ডুগডুগীহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দিনাজপুর-৬ আসনের এমপি প্রার্থী আনোয়ারুল ইসলামের দাঁড়িপাল্লা মার্কার পক্ষে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারী) বাদ আছর উপজেলার ডুগডুগীহাট কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে এক নির্বাচনী মিছিল বের হয়ে বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে মহাসড়কের হাতেম মোড়ে এসে এক পথসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জামায়াতের ইসলামীর ঘোড়াঘাট উপজেলা আমীর মোফাখখায়ের ইসলাম ও ইউনিয়ন আমীর শাহানুর আলম সহ আরও অনেকে। এ সময় বক্তারা পরিবর্তনের জন্য হ্যাঁ এবং দিনাজপুর-৬ আসনের প্রার্থী আনোয়ারুল ইসলামের পক্ষে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে বক্তব্য পেষ করেন।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 


















