বিদেশি খেলোয়াড়দের নৈপুণ্যে ব্যাডমিন্টনের রঙিন উৎসব দৌলতপুরে
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ব্যাডমিন্টন ঘিরে তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ।
স্থানীয় উদ্যোগে আয়োজিত একটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশ নেন ইন্দোনেশিয়া থেকে আগত দুই পেশাদার খেলোয়াড়, যা দর্শকদের মধ্যে বাড়তি উন্মাদনা সৃষ্টি করে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার হোসেনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুরু হয় এই ব্যতিক্রমী টুর্নামেন্ট। এতে অংশ নেয় মোট আটটি দল।

তবে প্রতিযোগিতার মূল আকর্ষণ ছিলেন ইন্দোনেশিয়ান খেলোয়াড় দেন্দ্রা ও ফয়সাল। তাদের গতিময় খেলা, নিখুঁত স্ম্যাশ ও কৌশলী মুভমেন্টে মুগ্ধ হয়ে যান উপস্থিত দর্শকরা। সন্ধ্যা নামার আগেই মাঠে জড়ো হয় কয়েক হাজার মানুষ।
রাতভর উত্তেজনাপূর্ণ লড়াই শেষে দেন্দ্রা ও ফয়সালকে নিয়ে গঠিত তারাগুনিয়া এলাকার ‘সাকিব স্পোর্টস’ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে রানার্সআপ হয় হোসেনাবাদ এলাকার ‘বর্ষন এন্টারপ্রাইজ’।
টুর্নামেন্টটির আয়োজন করে হোসেনাবাদ বাজারের মুগ্ধ স্টেশনারিজ ও খেলাঘর। আয়োজকদের সুশৃঙ্খল ব্যবস্থাপনায় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই মধ্যরাত পর্যন্ত খেলা নির্বিঘ্নে সম্পন্ন হয়।
খেলা দেখতে আসা দর্শক ইফতেখার সঞ্চয় বলেন,
“গ্রাম এলাকায় বসে বিদেশি মানের খেলোয়াড়দের খেলা দেখব—এটা ভাবতেই পারিনি। সত্যিই দারুণ অভিজ্ঞতা।”
আরেক দর্শক তুফান খন্দকার বলেন,
“এ ধরনের আয়োজন নিয়মিত হলে এলাকার তরুণরা খেলাধুলার প্রতি আরও আগ্রহী হবে।”
আয়োজক রাজিব মণ্ডল জানান, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করাই এই টুর্নামেন্টের মূল লক্ষ্য। সুন্দর ও শান্তিপূর্ণভাবে খেলা শেষ হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
টুর্নামেন্টের উদ্বোধন করেন আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আসিফ রেজা শিশির মোল্লা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনিসুর রহমান। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।
উদ্বোধনী বক্তব্যে আসিফ রেজা শিশির মোল্লা বলেন,
“খেলাধুলা যুব সমাজকে সুস্থ ও শৃঙ্খল জীবনের পথে এগিয়ে নেয়। গ্রাম পর্যায়ে এ ধরনের আয়োজন ভবিষ্যৎ ক্রীড়াবিদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 


















