ভেড়ামারায় ব্যাবসায়ীদের সাথে মতবিনিময় করেন– রাগীব রউফ চৌধুরী
হেলাল মজুমদার কুষ্টিয়া
কুষ্টিয়ার ভেড়ামারায় বিভিন্ন শ্রেণীর ব্যাবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ টার সময় ভেড়ামারা উপজেলা বিএনপি’র প্রধান নির্বাচনী কার্যালয়ে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময়ে উপস্থিত ছিলেন কুষ্টিয়া -২(ভেড়ামারা -মিরপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী তিনি বলেন, আমি প্রতিশ্রুতিতে বিশ্বাস করিনা। আমি কাজে বিশ্বাস করি আপনারা ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে আমার কাছে কিছু প্রশ্ন করেছেন সেগুলো আমার সাধ্য অনুযায়ী অবশ্যই করে দেব আমি এমপি হই বা না হয়। আমি আপনাদের কাছে ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করছি।আমি বিজয়ী হলে ভেড়ামারা ও মিরপুরের জনগণকে সঙ্গে করে উন্নয়নমূলক কাজ করবো।আপনারা ধানের শীষের পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আরও উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: মহ:তৌহিদুল ইসলাম আলম, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান শাজাহান আলী, পৌর বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু-দাউদ,পৌর বিএনপি’র সদস্য সচিব শফিকুল ইসলাম ডাবলু, রেল বাজার বণিক সমিতির সভাপতি হাজী মহসিন আলী, রেল বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শামীম রেজা শামিম, রেল বাজার শিল্প ও বনিক সমিতির সভাপতি ছানা উল্লাহ (ছানা),সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, ডাকবাংলা ও বাবর আলী সুপার মার্কেট বণিক সমিতির সভাপতি সাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম সুমন, কুঠি বাজার কাঠেরপুল বণিক সমিতির সভাপতি হাজী সোলাইমান মধ্যবাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি বদিউজ্জামান বাদল, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ’সহ ব্যবসায়িক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় ব্যবসায়ী নেতৃবৃন্দরা ধানের শীষের পক্ষে একতা ঘোষণা করেন। কুষ্টিয়া ২ -(ভেড়ামারা -মিরপুর) আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী পাশে থাকার এবং ধানের শীষ কে বিজয়ী করার আশ্বাস দেন।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 


















