1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
ভাতার টাকা বড়লোকের পকেটে বঞ্চিত হচ্ছে অসহায় অতিদরিদ্ররা  - dailynewsbangla
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে  বোয়ালমারীতে গোল্ডেন লাইন পরিবহনকে জরিমানা বোয়ালমারীতে রাত পোয়ালে ৫৬৫৫জন এসএসসি পরীক্ষায় অংশ নেবে বাড়ির পাশে শাক তুলতে গেলে চেতনা নাশক চকলেট খাইয়ে কিশোরীকে ধর্ষণ থানায় মামলা ভেড়ামারাতে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত দশমিনা ছাত্রদলের প্রতিবাদ  সভা  সংবাদ প্রকাশের পর  বোয়ালমারীতে বাড়ী পুড়ানো আ’লীগ নেতা সুভাষ সাহার বিরুদ্ধে মামলা লক্ষ্মীপুরে ছাত্রদল কর্মীকে দাওয়াত না দেওয়ায় অনুষ্ঠানে হামলার অভিযোগ  গাজায় গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে হরতাল-বিক্ষোভ ঘনিয়ারচর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত ভেড়ামারায় গাজর চাষে লাভবান হচ্ছেন চাষিরা

ভাতার টাকা বড়লোকের পকেটে বঞ্চিত হচ্ছে অসহায় অতিদরিদ্ররা 

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১

মো.আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি: গরীব, অসহায় ও হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত বয়স্কভাতা ও বিধবা ভাতার কার্ড প্রকৃত হতদরিদ্ররা না পেয়ে পাচ্ছেন বিত্তশালী লোকজনরা। গতকাল মঙ্গলবার উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের পন্ডিতপুর গ্রামে গিয়ে দেখা যায়, পাকা দোতলা বাড়ি, ১৫ থেকে ২৫ বিঘা জমির মালিকরা বয়স্ক ভাতার তালিকায় এসেছেন।

অন্যদিকে বাদ পড়েছেন অসহায়, হতদরিদ্র ও ভিক্ষুক শ্রেণির লোকজন। এবারের বয়স্ক ভাতার তালিকায় নাম আসা পন্ডিতপুর গ্রামের মৃত শ্রীনাথের পুত্র দিবাকর (৬৬) প্রায় ১৮ বিঘা জমি ও পাকা দোতলা বাড়ির মালিক। একইভাবে প্রায় ২২ বিঘা জমির মালিক ফতেন্দ্রনাথের স্ত্রী প্রমদাসহ আরো কয়েকজন ওই গ্রামে ভাতা ভোগী হয়েছে।

এ বিষয়ে দিবাকরের পুত্র কমল বর্মণ জানান, বয়স্কভাতা দেয়ার জন্য ইউনিয়ন পরিষদ থেকে মাইকিং করে ৬৫ বছরের উর্দ্ধে সকল লোকজনের নিকট থেকে আবেদন চাওয়া হয়। এ প্রেক্ষিতে তার বাবার জন্য আবেদন করা হয়েছিলো। ভাতা দিবে কিনা সেটা কর্তৃপক্ষের ব্যাপার। চাঁন্দাশ ইউপি চেয়ারম্যান মাহমুদান নবী রিপন জানান, বয়স্ক ভাতা দেয়ার জন্য ৬৫ বছরের উপরের লোকজনের নিকট আবেদন চাওয়া হয়েছিলো।

যাচাই বাছাই করে যাদের ভাতা পাওয়া জরুরী তাদেরকেই আগে দেয়া হবে। উপজেলা সমাজসেবা অফিসার মো. জাহাঙ্গীর আলম প্রামাণিক জানান, বয়স্ক ও বিধবাভাতা হতদরিদ্রদের জন্য। হতদরিদ্ররা না পেয়ে কোনো অবস্থাসম্পন্ন মানুষ যদি পেয়ে থাকেন, তদন্তসাপেক্ষে তা বাতিল করে হতদরিদ্রদেরকেই দেয়া হবে।

উল্লেখ্য যে, এবার উপজেলায় বয়স্ক ভাতার জন্য আবেদন জমা হয়েছে ৬ হাজার ৮৭৮ জন। তাদের মধ্যে ভাতা দেয়া হবে ৫ হাজার ৩৮০ জনকে। বিধবা ভাতার জন্য আবেদন জমা হয় ৭ হাজার ৪১২ জনের। তাদের মধ্যে ভাতা পাবেন ৩ হাজার ৭১০ জনকে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ