গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ: ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান পিপিএম সেবা এর দিক-নির্দেশনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম এর নির্দেশে প্রতিদিন মাদক, জুয়া, চুরি, ছিনতাই, ডাকাতি, ইভটিজিং, ধর্ষণ ও হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে ময়মনসিংহ জেলা ডিবি পুলিশ।
এরই অংশ হিসাবে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে ০৬ ডাকাত সদস্য গ্রেফতার; উদ্ধার ০৮টি দেশীয় অস্ত্র ও পিকআপ গাড়ী।
জেলা গোয়েন্দা শাখার ওসি মোঃ সফিকুল ইসলাম জানান, ডিবি পুলিশের এসআই (নিঃ) মোঃ শামীম আল মামুন সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১৩ নভেম্বর ২০২১ তারিখ রাত ০২.১০ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন মধ্যবারেরা নিজাম নগর সাকিনস্থ জনৈক শামীম এন্টারপ্রাইজের খালি জায়গায় হইতে ডাকাতি প্রস্তুতিকালে ০৮টি দেশীয় অস্ত্র ও পিকআপ গাড়ীসহ ০৬ জন ডাকাত সদস্যকে গ্রেফতার করে।
ডাকাত সদস্যরা হলোঃ ১। মোঃ মিজানুর রহমান (৩০), পিতা-মোঃ আউয়াল মিয়া, মাতা-মৃত শাহনাজ বেগম, সাং-মালান্দি (পবনাপুর), থানা-পলাশবাড়ী, জেলা গাইবান্ধা এ/পি সাং- ভোগরা বাজার জনৈক সুমান এর বাসার ভাড়াটিয়া, থানা- বাসন জেলা-জিএমপি, ২। মোঃ কামাল হোসেন (৩২), পিতা মৃত-আঃ হেকিম, মাতা-মৃত মেওয়া খাতুন, সাং-কলেজরোড মাইল কোর্য়াটার মসজিদ, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।
৩। মোঃ হুমায়ুন কবির (২৮), পিতা-আবুল খায়ের, মাতা-মোছাঃ ফাতেমা খাতুন, সাং-খাজুলিয়া মধ্যপাড়া (মহেষপুর), থানা-মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহ, ৪।মোঃ বেলাল হোসেন (৩০), পিতা-শাহীন মন্ডল, মাতা-মোছাঃ বিউটি খাতুন, সাং-বনিকপাড়া (কুশুম্বি), থানা-শেরপুর, জেলা-বগুড়া, এ/পি সাং-চেরাগ আলী মার্কেট জনৈক নাহিদ চৌধুরীর টিনসেড বাসা, থানা- টঙ্গী, জেলা- গাজীপুর।
৫। মোঃ সোহেল মিয়া (২৪), পিতা-বিল্লাল মিয়া, মাতা-কুলসুম বেগম, সাং-বেলুয়া পশ্চিমপাড়া, থানা- শ্রীবর্দী, জেলা-শেরপুর, এ/পি সাং-শালনা পাকিস্থান গার্মেন্টস এর পিছনে জনৈক রশিদের বাসার ভাড়াটিয়া, থানা-জয়দেবপুর, জেলা-গাজীপুর, ৬। মোঃ ফেরদৌস মিয়া (২৮), পিতা-মৃত আব্দুল লতিফ, মাতা-মোছাঃ ফিরুজা বেগম, সাং-তিন আনী বেলুয়া, থানা-শ্রীবর্দী, জেলা-শেরপুরদেরকে গ্রেফতার করা হয়।
০৬ ডাকাত ও ০৮ টি দেশীয় অস্ত্র এবং ১টি পিকআপ গাড়ী উদ্ধারের বিষয়ে কোতোয়ালী থানায় ০১টি মামলা দায়ের করা হয়। আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
জানা গেছে, আসামীরা পেশাদার ও অব্যাশগত অপরাধী। গ্রেফতারকৃত আসামী ১।মিজানুর রহমান (৩০) এর বিরুদ্ধে জিএমপি এর বাসন থানার জিডি নং-১০৬৬, তারিখ- ২৮ ফেব্রুয়ারি, ২০২১; সময়- ০৮.৩৫ ঘটিকা ধারা-, এই মামলায় সে এজাহারে অভিযুক্ত, আসামী ২। হুমায়ুন কবির (২৮) এর বিরুদ্ধে ময়মনসিংহ এর ময়মনসিংহ সদর থানার এফআইআর নং-৫৪/৫৪, তারিখ- ১৪ জানুয়ারি, ২০২১; জি আর নং-৫৪, তারিখ- ১৪ জানুয়ারি, ২০২১; সময়- রাত ০০.৪৫ ঘটিকা ধারা- ৪১৩ পেনাল কোড-১৮৬০; এবং আসামী।
৩। বেলাল হোসেন (৩১) এর বিরুদ্ধে টাঙ্গাইল এর মধুপুর থানার এফআইআর নং-৫/০৫, তারিখ-০৬ জানুয়ারি, ২০২১; সময়-১৪.০৫ ধারা-৩৬৪/৩৮৫/৩৪২/৩২৩ পেনাল কোড-১৮৬০; এই মামলায় সে তদন্তে সন্দিগ্ধ রহিয়াছে।