মো.আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি: সোমবার সকালে নওগাঁর মহাদেবপুর উপজেলার জোয়ানপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে সামাজিক সচেতনা এবং দক্ষতা ও জীবন শৈলী উন্নয়ন বিষয়ক কর্মকান্ডের আওতায় ইফটিজিং, মাদক, জঙ্গিবাদ, দূর্নীতি, গুজব রোধ বিষয়ক আলোচনা সভা
অনুষ্ঠিত হয়।
রিসোর্স ইন্টিগ্রেশ সেন্টার(রিক) এর আয়োজনে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন এর সহযোগীতায় মহাদেবপুর শাখা ব্যবস্থাপক মো.লিংকন আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ওসি আজম উদ্দীন মাহমুদ।
বিশেষ অতিথি হিসাবে রিকের জেলা সিনিয়র অফিসার মো.আবুল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.আককাস আলী,জোয়ানপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোছা.মমতাজ পারভেন,ইউপি সদস্য আহসান হাবীব প্রমূখ উপস্থিত ছিলেন। প্রোগ্রাম অফিসার মো. ইউসূফ আলীর সঞ্চালণে প্রধান অতিথি ওসি আজম উদ্দীন মাহমুদ কিশোর সংগঠনের নেতাদের হাতে খেলনা সামগ্রী তুলে দেন।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 


















