1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
মানুষের ভাগ্য ও সমাজ উন্নয়নে সব সময় কাজ করে যাবো: মাহবুব উল আলম হানিফ - dailynewsbangla
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে এসএসসি ব্যাচ ১৯৮৬ এর প্রথম মিলন মেলা অনুষ্ঠিত নওগাঁয় শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান শুরু বোয়ালমারীতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের ৯ম মৃত্যুবার্ষিকীতে দোয়ার আয়োজন ভেড়ামারায় ভুয়া ডাক্তার আটক, ভ্রাম্যমান আদালতে ৩ মাসের জেল অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত দৌলতপুরে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে (ইউএনও)’র মত বিনিময় সভা ভেড়ামারায় পৌরসভা নগর উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভেড়ামারায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মহাদেবপুরে বিএনপি’র সৌহার্দ ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত বন্ধ হওয়া উত্তরা এক্সপ্রেস ট্রেন আবারও চালুর দাবিতে স্মারকলিপি প্রদান

মানুষের ভাগ্য ও সমাজ উন্নয়নে সব সময় কাজ করে যাবো: মাহবুব উল আলম হানিফ

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২

যুব সমাজ এই তোমরার সামাজিক সংগঠনের নেতৃত্বদানকারী যুবরাই দেশকে এগিয়ে নিয়ে যাবে। আদর্শ মানুষ তৈরী করতে হবে প্রাণী হত্যা বন্ধ করতে হবে। আমি যতদিন বেচে থাকবো কুষ্টিয়ার মানুষের ভাগ্য ও সমাজ উন্নয়নে কাজ করে যাবো।

সংগঠন গুলোর মাধ্যমে যুব সমাজ কে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে কাজ করতে হবে। মাদক প্রতিরোধে ভূমিকা পালন করতে হবে। যুব সংগঠন গুলো শিক্ষার্থী সহ সমাজের মানুষকে খেলাধূলার প্রতি আগ্রহী করে গড়ে তুলতে হবে। কুষ্টিয়া শেখ কামাল ষ্টেডিয়াম, অত্যাধুনিক শিল্পকলা, সুইমিং পুল নির্মান করা হয়েছে।

ক্রীড়াসহ স্কুল কলেজ রাস্তাঘাট অবকাঠামো সকল উন্নয়নে আরো যা যা করার সবকিছু করবো। কুষ্টিয়াতে শীঘ্রই একটি আর্ট কলেজ ও মিউজিক কলৈজ স্থাপন করা হবে।

শনিবার বিকালে কুষ্টিয়া শহরের অভিজাত খেয়া রেস্তোরায় সম্মিলিত সামাজিক জোট কুষ্টিয়ার চেয়ারম্যান ড. আমান এর সভাপতিত্বে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় কথাগুলো বলেছেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক, মাহবুব উল আলম হানিফ এমপি।

জোট ভুক্ত ৫১ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা-কুমারখালির সংসদ সদস্য কেন্দ্রীয় যুব লীগের প্রেসিডিয়াম সদস্য ব্যরিষ্টার সেলিম আলতাফ জর্জ এমপি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক জোটের পৃষ্ঠপোষক, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের কোষাধ্যাক্ষ বাবু অজয় সুরেকা।

স্বাগত বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক জোট কুষ্টিয়া সমন্বয়ক এডভোকেট মুহাইমেনুর রহমান পলল, ২০১৫ সাল থেকে সম্মিলীত সামাজিক জোট কুষ্টিয়ার সাংগাঠনিক কার্যক্রম ও চলমান সমাজ উন্নয়ন ক নিয়ে বক্তব্য রাখেন জোটের সিনিয়র সংগঠক, ডিবেট ফর ডেভলপমেন্ট বাংলাদেশের মহাসচিব এস.এম.শামীম রানা।

সংগঠন গুলোর পক্ষ থেকে বক্তব্য রাখেন জোটের অন্যতম সিনিয়র সংগঠক মানুষ মানুষের জন্য এর পরিচালক সাহাবুদ্দিন মিলন, কুষ্টিয়া বার্ড ক্লাব এর সভাপতি এসআই সোহেল, বৃহত্তর কুষ্টিয়া ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সংরক্ষন পরিষদ এর এস.এস রুশদী, ডিবেট ফর ডেভলপমেন্ট বাংলাদেশের উপদেষ্টা নাদিরা খানম, ও সমগ্র বাংলাদেশের চ্যাম্পিয়ান বিতার্কিক কামরুল হোসেন রোহিত, চিত্র পরিষদ কুষ্টিয়ার সাধারন সম্পাদক মীর জাহিদ, ওয়েসিস এর আসিফ ইকবাল, একটু পাশে দাড়াই এর মুস্তাফিজুর রহমান সুমন,নোঙর এর প্রিতম মজুমদার, , সেন্টার ফর ডেভলপমেন্ট এন্ড রিসার্চ এর সাহাবুদ্দি শেখ, উৎসর্গ ফাউন্ডেশনের মাহমুদ রহমান, কালপুরুষ এর আহসান রুজ, স্বপ্ন প্রয়াস যুব সংস্থার সাদিক হাসান রোহিদ ও সাধারন সম্পাদক মেহরাব মুসফিক, সেভ দা ফিউচার ফাউন্ডেশনের হাফিজুর রহমান হাফিজ, মানবিক যোদ্ধা আয়শা ফেরদৌসী।

ভিবিডি কুষ্টিয়ার শৈবাল নন্দি হিমু, হিমু পরিবহন এর মাহফুজার রহমান, ভালোবাসার কুষ্টিয়ার মাসুদ মোর্তুজা, আলো ও কুষ্টিয়া ইয়ুথ নেটওয়ার্ক এর মাফুজুর রহমান, আলোকিত পাঠশালার জেসমিন যুথি, কোবাদ শেখ কমিউনিটি লাইব্রেরীর আসাদ রহমান, স্মাইল ইন লাইফ এর বাপ্পি, ইয়ুথ পাওয়ার কমিউনিটি এর মারজান জামান রাহি, বটছাড়া ইলিয়াস হোসেন জুবায়ের, নিজের বলার মত একটি গল্প ফাউন্ডেশন এর সাবিনা শারমিন, রোটারি ক্লাব এর সামসুন্নাহার আলো, ব্লাড সোলজার্স এর মৃদুল ইসলাম, বর্নমালার রাকিবুল ইসলাম, ক্রেয়েটিভ কুষ্টিয়ার সুমাইয়া ইসলাম সিনথিয়া।

উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সভাপতি মৌসুমী আক্তার, সাধারন সম্পাদক সোহেল রানা, ডিবেট ফর ডেভলপমেন্ট বাংলাদেশের উপদেষ্টা রাসনা শারমিন, আইডিয়াল ইয়ুথ ইউনিয়ন এর ফরিদুল ইসলাম, অগ্রগামী যুব সংস্থার পলাশ কুমার দাশ, বিবিসিএফ এর নাব্বির আল নাফিজ, সুফিয়া হানিফ ফাউন্ডেশনের জাহাঙ্গির আলম, মানবতার সন্ধানে রনি রাজ, ব্লাড ডোনেট আর্মির নাইমুজ্জামান পাপন, ইকোনিমি কুষ্টিয়ার এসএম জামাল খান, কানাই লাল স্মৃতি পাঠাগার এর কাজল শর্মা, ক্রিয়েটিভ কুষ্টিয়ার রাবিদ হাসান, মুনতাসির কুয়াশা, তারিফ মুস্তাফিজ, উৎসর্গ ফাউন্ডেশন কুষ্টিয়ার জীবন আহমেদ, কালপুরুষ এর কাজি মুনজেরিন হক মিষ্টি, অপু হোসেন, বিডি ক্লীন কুষ্টিয়ার ইমরুল লিংকন, বটছায়ার তাহমিনা জামান খুশি, সেভ দা ফিউচার ফাউন্ডেশনের আমিনুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ