রাজশাহী ব্যুরোঃ রাজশাহীতে ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ আল কোরআন নিয়ে কটুক্তির অভিযোগ উঠেছে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমানের বিরুদ্ধে মানববন্ধন করেছে জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় কমিটিসহ সাধারণ মানুষ।
১০ সেপ্টেম্বর (শনিবার) বিকেলে নগরীর জিরোপয়েন্ট রাজশাহী প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক কোরআন অবমাননাকারী সাইদুরের বিরুদ্ধে ভাইরাল হওয়া অডিওটি যাচাইবাচাই করে অভিযুক্ত সাইদুরের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহনের আশ্বাসে মানববন্ধন কর্মসুচি সমাপ্ত ঘোষনা করেন জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগ।
জানা যায়, গত কয়েকদিন আগে রাজশাহী মহানগরীর জিরোপয়েন্ট রাজশাহী প্রেসক্লাবের ভেতরে বিভিন্ন আলোচনা,সমালোচনার মধ্যে পবিত্র আল কোরআন ও বাইবেল নিয়ে অবমানোনামুলক বাক্য ব্যবহারের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও রেকর্ড ভাইরাল হয়েছে। যেখানে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমানকে পবিত্র আল কোরআনকে নিয়ে অবমাননাকর বাক্য ব্যাবহার করতে শোনা যায়। পবিত্র আল কোরআন নিয়ে এমন অবমানোনামুলক বাক্য অডিও রেকর্ড ফাঁস হওয়ায় জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগ এর ডাকে রাজশাহী মহানগরীর ধর্ম প্রাণ মুসলিম ভাই ও বোনেরা বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধনে অংশগ্রহন করেন। এ সময় তারা কোরআন অবমাননাকারী সাইদুর রহমান এর বিচারের দ্বাবিতে ফুঁসে ওঠে মনববন্ধনের সাথে একাত্মতা প্রকাশ করে।
মানববন্ধনে রাজশাহী প্রেস ক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমানের অস্ত্রধারী সন্ত্রসী বাহীনি দ্বারা (পবিত্র কোরআন অবমাননাকারী একটি চক্র) প্রশাসনকে ভূল বুঝিয়ে সংগঠনের ডাকা শান্তি প্রিয় মানববন্ধন বানচাল করার ব্যার্থ অপচেষ্টা চালায় । তবে রাজশাহী মহানগরীর মানবিক পুলিশ কমিশনার জনাব আবু কালাম সিদ্দিক মহোদয়ের হস্তক্ষেপে বিষয়টি তদন্ত করে পবিত্র কোরআন অবমাননাকারীর বিরুদ্ধে দ্রুত ব্যাবস্থা গ্রহন করার আশ্বাসে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগের ডাকা মানববন্ধন সংক্ষিপ্ত করেই সমাপ্ত হয়। এ সময় আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক মহোদয়কে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগের পক্ষথেকে ধন্যবাদ জানানো হয়।
মানববন্ধনে বক্তারা , মুসলমানদের পবিত্র গ্রন্থ আল কোরআন অবমাননাকারীর প্রকাশ্যে ফাঁসির দাবি করেন। পাশাপাশি ধর্ম অবমাননাকারীর বিরুদ্ধে আইন প্রণয়নের দাবিসহ আল কোরআন অবমাননাকারীর সহযোগীদেরও আইনের আওতায় নিয়ে আসার দাবি জানানো হয় মানববন্ধন থেকে।
উক্ত মানববন্ধনে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি নূরে ইসলাম মিলন, সহ- সাধারণ সম্পাদক মাসুদ পার্ভেজ চৌধুরী,দপ্তর সম্পাদক এহেসান হাবিব তারা,প্রচার সম্পাদক আসগর আলী সাগর, গোদাগাড়ী পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সারেয়ার সবুজ,জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি মো: আবু হোসেন, সাধারণ সম্পাদক মো: রাশেদুল রহমান, দপ্তর সম্পাদক মো: মমিন, বাংলাদেশ ক্রেতা ভোক্তা অধিকার সংরক্ষণ ফাউন্ডেশন এর সভাপতি দেলোয়ার হোসেন,বাংলাদেশ মুক্তিযুদ্ধা সন্তান কেন্দ্রীয় কমান্ড রাজশাহী মহানগর আহ্বায়ক ও জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগের সাংস্কিৃতিক বিষয়ক সম্পাদক মোঃ মোজাম্মেল হোসেন বাবু, সত্যর জয় সামাজিক সংগঠন এর সাধারণ সম্পাদক নাঈম হোসেন, উপ মহিলা বিষয়ক সম্পাদক কানিজ ফাতেমা রোজা, অনলাইন গ্রামবাংলার সম্পাদক সম্পাদক নূরজামাল ইসলাম, স্টাফ রিপোর্টার সাইদ হাসান পিন্টু, স্বদেশ বাণী পত্রিকার বার্তা সম্পাদক মানিক হোসেন,জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগ এর নির্বাহী সদস্য মোঃ সুরুজ আলী, মো: আমিনুল ইসলাম,মিশাল ,সুমন হোসেন,মারুফ আহম্মেদ,সোনিয়া,সাহী প্রমুখসহ বিভিন্ন মহল্লঅ থেকে আগত মুসলিম ভাই ও বোনেরা উপস্থিত ছিলেন।