কাজী মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস’২২ পালিত হয়েছে।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে দেশের জন্য জীবন দেয়া বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শুক্রবার (১৬ ডিসেম্বর) দিবসটি পালন করেছে নাগরপুর উপজেলা আ’লীগ।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে স্মারক একাত্তরে পুষ্পস্তবক অর্পণ, স্বাধীন বাংলার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ , উপজেলা আ’লীগ কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এরপর সকাল ১১ ঘটিকার সময় নাগরপুর উপজেলা আ’লীগ কার্যালয়ের সামনে থেকে উপজেলা আ’লীগের সর্বস্তরের নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষের সমন্বয়ে এক বিশাল বিজয় র্যালী অনুষ্ঠিত হয়। র্যালিটি নাগরপুর উপজেলার প্রত্যেকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আ’লীগ কার্যালয়ে এসে শেষ হয়।
এরপর দুপুর বারোটার সময় উপজেলা আ’লীগ কার্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে এক বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নাগরপুর উপজেলা আ. লীগের সহ-সভাপতি মো: মতিয়ার রহমান মতি এর সভাপতিত্বে ও উপজেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেন দক্ষিণ টাঙ্গাইলের গর্ব, নাগরপুর -দেলদুয়ারের গণমানুষের নেতা, বাংলাদেশ আ.লীগ কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপ-কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য, টাঙ্গাইল জেলা আ.লীগ ও নাগরপুর উপজেলা আ’লীগের সম্মানিত সদস্য, জননন্দিত ও কর্মীবান্ধব জননেতা তারেক শামস্ খান হিমু।
বিশেষ অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেন বাংলাদেশ আ’লীগ নাগরপুর উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক, রাজপথ থেকে বিকশিত নেতৃত্ব, অনলবর্ষী বক্তা,নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ থেকে বারবার নির্বাচিত সফল ও মানবতার চেয়ারম্যান, বর্তমান সময়ে নাগরপুর উপজেলায় জনপ্রিয়তার শীর্ষে মো: কুদরত আলী।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রিয়াজ উদ্দিন তালুকদার, উপজেলা আ.লীগ সহ সভাপতি বাবু গোপাল চন্দ্র সাহা ও অ্যাডভোকেট আজহারুল ইসলাম, ডাকসুর সাবেক সমাজ সেবা সম্পাদক কাজী এটি এম আনিসুর রহমান বুলবুল।
এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর, যুব ও ক্রীড়া সম্পাদক বি এম এম জহুরুল আমিন, মামুদনগর ইউপি চেয়ারম্যান শেখ জজ কামাল, মোকনা ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম, উপজেলা আ. লীগ সম্মানিত সদস্য মো: আওলাদ হোসেন লিটন, সহবতপুর ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক মো: উজ্জ্বল সরকার,উপজেলা আওয়ামী যুবলীগ যুগ্ম আহবায়ক শাহিনুর রহমান শাহিন, রিক্সা ও ইজিবাইক শ্রমিক সমিতি নাগরপুর উপজেলা শাখার সভাপতি এস এম আনোয়ার সহ বিভিন্ন ইউনিয়ন আ.লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।
আলোচনা সভায় মহান মুক্তিযুদ্ধের তাৎপর্য নিয়ে বক্তারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল শেষ হওয়ার পর আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: মতিয়ার রহমান মতি এর সমাপনী বক্তব্যের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।