1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
রাজশাহীতে পুকুরের গাইড ওয়ালের ইট চুরির দায়ে একজনকে আটক পুলিশ - dailynewsbangla
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন: সভাপতি নির্বাচিত বাচ্চু মোল্লা, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন কুষ্টিয়ার ভেড়ামারার রায়টা বালুঘাটে   ফিল্মী স্টাইলে গুলিবর্ষণ কৃষক আহত আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির নির্বাচনে প্রচারণা তুঙ্গে  ভেড়ামারায় তুলাচাষীদের মাঝে বিনামুল্য  উপকরণ বিতরণ ফলন ভালো হলেও দাম নিয়ে হতাশায় নওগাঁর কাঁচা মরিচ চাষীরা  ঘোড়াঘাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে স্বাস্থ্যসেবা ব্যাহত মৎস্যজীবী হত্যার ৩ নম্বর আসামি  র‍্যাবের হাতে গ্রেপ্তার রাজশাহীতে সেনা অভিযানে হত্যাসহ অসংখ্য মামলার আসামি জুলুসহ গ্রেপ্তার-৩ মান্দায় ইউএনও শাহ আলম ইউক্যালিপটাসের চারা নিধন করলেন প্রেমের টানে মেয়ের নানার বাড়িতে ছেলের অনশন, বিয়েতে অনীহা ছেলের পরিবারের

রাজশাহীতে পুকুরের গাইড ওয়ালের ইট চুরির দায়ে একজনকে আটক পুলিশ

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৬ মার্চ, ২০২৩

রাজশাহী ব্যুরোঃ রাজশাহী সিটি করপোরেশনের আওতাভুক্ত গুড়িপাড়ার গোলজারবাগ এলাকার একটি পুকুরের ৬০ হাজার ইট বিনা অনুমতিতে (চুরি) নিয়ে যাওয়ার অপরাধে একজনকে আটক করেছে কাশিয়াডাংগা থানা পুলিশ।

সোমবার ( ৬ মার্চ) সকাল ১০ টায় দিকে উক্ত পুকুরের গাইড ওয়ালের ইট নিয়ে যাওয়ার প্রাক্কালে একজনকে আটক করেন পুলিশ। আটকের পর সিটি করপোরেশনের ১ নং ওয়ার্ড কাউন্সিলরের ভারপ্রাপ্ত সচিব (ডাটা এন্ট্রি অপারেটর) গুড়িপাড়া গোলজারবাগ এলাকার শফিকুলের ছেলে গোলজার (৩১) বাদি হয়ে মামলা দেন। দুইজনের নাম উল্লেখ করে মামলায় অজ্ঞাতনামা আরও ৮/১০ জন আসামী করা হয়েছে।
এ ঘটনায় রাজপাড়া থানার লক্ষিপুর এলাকার রাজু মিয়ার ছেলে শয়ন আলী (৩৬) কে আটক করা হয়।
থানা ও এজাহার সুত্রে জানা যায়, কাশিয়াডাঙ্গা থানাধীন গোলজারবাগ গুড়িপাড়া গ্রামস্থ পানির পাম্পের পূর্ব দিক সোজা নুরুর ঢালান পর্যন্ত পুকুরের উত্তরের গাইড ওয়াল রাজশাহী সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়া আসামীরা ইট উত্তোলন করব নিয়ে যাচ্ছে জানতে পেয়ে বাদী
পরিচ্ছন্ন সুপার ভাইজার মোঃ নাজমুল হোসেন বাপ্পীকে ঘটনাস্থল্ব (৩৪) পাঠায়। তিনি ০৬ মার্চ সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় কাশিয়াডাঙ্গা থানাধীন গোলজারবাগ গুড়িপাড়া গ্রামস্থ ১নং বিবাদী মোঃ রানা
খান এর বসত বাড়ির সামনে গিয়ে বাঁধা নিষেধ করিলে কথা কাটাকাটির একপর্যায়ে রানা খান সুপার ভাইজার মোঃ নাজমুল হোসেন বাপ্পীকে হুমকিসহ ভয়ভীতি প্রদর্শন করেন। অতঃপর বাদী অফিসের লোকজনসহ ঘটনাস্থলে গিয়ে যাচাই বাছাই করিলে দেখা যায় যে, ০৬/০৩/২০২৩ তারিখ সহ বিভিন্ন তারিখ ও সময়ে ১নং বিবাদী জাতীয় শ্রমিকলীগের রাজশাহী জেলা সভাপতি আব্দুল্লাহ খানের ছেলে রানা খান এর হুকুম ও সহায়তায় ২নং বিবাদীসহ অজ্ঞাতনামা বিবাদীগন বেআইনী জনতায় দলবদ্ধ হইয়া জোরপূর্বক পুকুরের গাইড ওয়াল ও রাস্তার গাইড ওয়ালের প্রায় ৬০ (ষাট) হাজার ইট (যাহার আনুমানিক মূল্য- ৪,৮০,০০০/-) টাকার ইট ওয়াল ভাঙ্গিয়া উত্তোলন করে অজ্ঞাতনামা ট্রলিতে করে চুরি করে নিয়ে গিয়েছে। যাহার কারণে সরকারী রাস্তা ও ড্রেন ভেঙ্গে/ধসে পুকুরে নেমে যাওয়ায় আনুমানিক মূল্য-২০,০০,০০০/- (বিশ লক্ষ) টাকার ক্ষতি সাধন হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কাশিয়াডাংগা থানার ওসি মশিউর রহমান বলেন, উক্ত ঘটনায় থানায় মামলা হয়েছে। একজনকে আটক করা হয়েছে। অন্যদের আটকে অভিযান অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ