1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
কৃষক দুলাল হোসেন বাদাম চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন - dailynewsbangla
শনিবার, ০৩ মে ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
অবশেষে হোমনায় নবজাতক সেই শিশুটি পেতে যাচ্ছে পিতৃপরিচয়, থানায় মামলা রাজশাহীতে শফিকুলের হাত থেকে বাঁচতে সংবাদ সম্মেলন মান্দায় ছাত্রীকে বিয়ে করে ভাইরাল শিক্ষক ধর্ষণ মামলায় গ্রেপ্তার লক্ষ্মীপুরে পরকীয়ার জেরে ৩০ বছরের সাজানো সংসার ভেঙ্গে তছনছ  তানোরে সাংবাদিকের বাড়িতে ডাকাতি চেষ্টা দায়ের কোপে জখম ১০ বছরের ভাগনে ও মা ঘোড়াঘাটে কলেজ ছাত্রলীগ শাখার যুগ্ম সম্পাদক গ্রেপ্তার নাগরপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক সংগঠনের পৃথক পৃথক আয়োজন বোয়ালমারীতে নারী শ্রমিককে হত্যা লাশ উদ্ধার ঘোড়াঘাটে মহান মে দিবস পালিত দৌলতপুরে পল্লী বিদ্যুৎ সাবস্টেশন থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

কৃষক দুলাল হোসেন বাদাম চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২০ মে, ২০২৩
মোহাম্মদ আককাস আলী, :
কৃষক দুলাল হোসেন বাদাম চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন। প্রাথমিক ভাবে তিনি নওগাঁর মহাদেবপুর আত্রাই নদীর তীরে এক বিঘা জমিতে চিনা বাদাম চাষ শুরু করেছেন। অল্প দিনেই বাদামের গাছগুলো নদীর চরে  সবুজের সমারোহ তৈরি হয়েছে।
নিজের বাদাম ক্ষেতে আগাছা নিড়ানির কাজ করছিলেন ওই এলাকার চাষি দুলাল হোসেন। তিনি জানালেন, মান্দা উপজেলায় তার আত্মীয়দের বাদাম চাষ দেখে তিনিও তা চাষ করার জন্য উৎসাহীত হোন। এজন্য তিনি নাটোর থেকে উন্নতজাতের ৮ কেজি বাদাম বীজ আনেন। নানাভাবে কাজ করে বীজ থেকে বিছন তৈরি করেন। এরপর রোপণ করেন এই জমিতে। ঠিকমত জমি চাষ, সার ও সেঁচ দিয়ে রোপণ করায় অল্পদিনেই বাদাম গাছ পুরো জমিতে ছড়িয়ে পড়ে। নতুন ফসলের ভাল গাছের সমারোহ দেখে আনন্দে নেচে উঠে মন। প্রতিদিনই অন্তত: একবার এই জমিতে আসেন তিনি। আগাছা নিড়ানো, গরু-ছাগলের হাত থেকে ফসল রক্ষা প্রভৃতি কাজে ব্যস্ত থাকেন। বাড়ন্ত নতুন গাছের দিকে চেয়ে চিক চিক করে উঠে তার দুচোখ। নতুন ফসল বাদামের ভাল ফলন হবে এমনটিই আশা করেন তিনি।
এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোমরেজ আলী জানান, মহাদেবপুর উপজেলায় তেমন বাদামের চাষ হয়না। চাষি দুলাল হোসেন শখ করে এর চাষ করেছেন। তাকে সার্বিক সহযোগীতা দেয়া হচ্ছে। এই এলাকার জমি খুবই উর্বর ও বাদাম চাষের উপযোগী বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ