ভেড়ামারা বিনামূল্যে বীজ ও সার বিতরণ
হেলাল মজুমদার কুষ্টিয়া কুষ্টিয়ার ভেড়ামারা বিনা মূল্যে কৃষকদের পার্ট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হায়। গতকাল ভেড়ামারা উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন ও অধিদপ্তর আয়োজিত তো ও পাট মন্ত্রণালয়ের আওতায় আর অধিদপ্তর কর্তৃক উন্নয়ন প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ এবং প্রসারণ প্রকল্প এর আওতায় ২০২৩-২৪ অর্থবছরে নির্বাচিত পাটবীজ উৎপাদনকারী কৃষকদের মাঝে বিনামূল্যে পার্ট বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু, উপজেলা কৃষি অফিসার সাইখুল ইসলাম, ভেড়ামারা উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা পলাশ চন্দ্র বর্মন, উপজেলা প্রকৌশলী আবুল হোসেন, ধরমপুর ইউনিয়ন চেয়ারম্যান শামসুল হক, উপজেলা সহকারী প্রোগ্রামার আইসিটি আলমগীর হোসেন, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম মান্নান, সীমান্ত কথা পত্রিকার প্রকাশক ও সম্পাদক ও দৈনিক আমার সংবাদ পত্রিকার ভেড়ামারা প্রতিনিধ হেলাল মজুমদার