রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধি: তিস্তা সেচ প্রকল্পের সফলতা, সম্ভাবনা আর নানাবিধ সমস্যা নিয়ে সুবিধাভোগী কৃষকদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার নীলফামারীর কিশোরগঞ্জে রাজিব পয়েন্টে দিনব্যাপি ওই সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের সাধারন অর্থনীতি বিভাগের সদস্য সিনিয়র সচিব ড. শামসুল আলম। পানি উন্নয়ন বোর্ড রংপুর ডিভিশনের আয়োজনে সভায় আরও উপস্থিত ছিলেন, পরিকল্পনা কমিশনের উপ-সচিব আসাদুজ্জামান সরকার, পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ, তত্বাবধায়ক প্রকৌশলী মাহবুবুর রহমানসহ উর্দ্ধতন কর্মকর্তাগন।
সভায় প্রধান অতিথি বলেন, দেশের সব ছোট-বড় নদী, খাল খননে ব্যাপক কার্যক্রম হাতে নেয়া হয়েছে। আমাদের নিজেদের স্বার্থে নদীগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। কেন না নদী না বাঁচলে দেশ বাচঁবে না। এসব নদীর কিছু অংশে ব্যারাজ সৃষ্টি করে পানি সংরক্ষন করতে হবে। যা শুকনো মৌসুমে ব্যবহার করা যাবে।