ফরিদ আহমেদঃ কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় শ্রমিক লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ ১২ অক্টোবর’ ২০২৩ বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয় চত্তর থেকে জাতীয় শ্রমিক লীগ কুষ্টিয়া জেলা শাখার উদ্দ্যোগে শহরে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। কুষ্টিয়া জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক আমজাদ আলি খানের নেতৃত্বে র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কুষ্টিয়া কালেক্টর চত্তরে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণ করেন। এসময় কেন্দ্রীয় মহিলা শ্রমিক লীগের সহ-সভাপতি ও জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক মেহেরুন নেসা বিউটিসহ শ্রমিক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে কেক কেটে জাতীয় শ্রমিক লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপন করে জেলা শ্রমিক লীগের নেতৃবৃন্দরা।