1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
বরেন্দ্র অঞ্চলে আমন ক্ষেতে ইঁদুরের উপদ্রব - dailynewsbangla
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:০১ অপরাহ্ন

বরেন্দ্র অঞ্চলে আমন ক্ষেতে ইঁদুরের উপদ্রব

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

বরেন্দ্র অঞ্চলে আমন ক্ষেতে ইঁদুরের উপদ্রব

মোহাম্মদ আককাস আলী : বরেন্দ্র অঞ্চলে আগাম আমন ধান ক্ষেতে ইঁদুরের উপদ্রবে  চাষীরা দিশেহারা হয়ে পড়েছে। বিভিন্ন পরামর্শ দিলেও ইঁদুরের উপদ্রব থেকে রেহাই পাচ্ছে না চাষীরা। এতে বিপাকে পড়েছেন অনেক চাষি। দেশীয় নানা রকম কৌশলের পাশাপাশি সর্বশেষ পটকা ফুটিয়ে ইঁদুর তাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন চাষীরা।
আগাম জাতির ধানের মধ্যে রয়েছে বি-ধান (৭৫, ৮৭, ৯০, ৯৫) বিনা-(১৭, ৩৪, ৯৫) স্বর্ণা, জিরা, পারিজা।উল্লেখযোগ্য। বিভিন্ন এলাকার ধান ক্ষেত ঘুরে দেখাগেছে,চাষিরা ইঁদুরের উপদ্রব হতে ধান রক্ষা করতে ক্ষেতের মধ্যে বাঁশের কঞ্চি গেড়ে (পুঁতে) তাঁতে পলিথিন টাঙিয়ে দিয়েছেন। অনেকে আবার ক্ষেতের চারপাশে ইঁদুর মারার ফাঁদ (কল) তৈরি করে রেখেছেন। যে সব এলাকার জমি নিচু, সেখানে ইঁদুরের আক্রমণ তুলনামূলক বেশি হচ্ছে।
আলীপুর গ্রামের চাষি সবল বম্মন বলেন, চলতি মৌসুমে তিনি ৮বিঘা জমিতে আমন চাষ করেছেন। এখনও ধানের শীষ বের হচ্ছে। এ অবস্থায় ক্ষেতে ইঁদুরের উপদ্রব দেখা দেয়ায় তিনি দুশ্চিন্তায় রয়েছেন।
কীটনাশক (ওষুধ) ছিটিয়েও কোন লাভ হচ্ছে না। এখন তিনি ক্ষেতের মধ্যে পলিথিন বেঁধে দিয়েছেন। বাতাসে কাগজ উড়লে পটপট শব্দ হয়। আর সেই শব্দ শুনে ইঁদুর পালিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তিনি আরও জানান, রাতের আঁধারে পটকা ফুটিয়ে ইঁদুর তাড়ানোর চেষ্টা করছেন। পদ্মপুকুর গ্রামের চাষী বিদ্যুৎ বলেন, ইঁদুরের উপদ্রব বেড়ে যাওয়ায় ধান বিনষ্ট হচ্ছে প্রতিনিয়ত। এতে ক্ষতির সম্মুখীন হতে হবে ফসল চাষে। এ বিষয়ে জেলা কৃষি অধিদপ্তর জানান, ইঁদুর দমনের জন্য উত্তম উপায় হলো-ক্ষেতে এমন কিছু ব্যবস্থা করা যাতে সর্বক্ষণ শব্দ হয়। এতে ইঁদুরের কবল হতে চাষিরা খেতের ক্ষতির মুক্তি পাবে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ