নওগাঁয় আওয়ামীলীগের হরতাল বিরোধী ও শান্তি সমাবেশ
মোহাম্মদ আককাস আলী : নওগাঁয় আওয়ামীলীগ জেলা উপজেলায় হরতাল বিরোধী ও শান্তি সমাবেশ করেছেন।
রবিবার (২৯ অক্টোবর) সকাল থেকে বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও হরতালের প্রতিবাদে শহরের বাটার মোড়,পুরাতন বাসস্ট্যান্ড, মুক্তির মোড়, দয়ালের মোড়, কেডির মোড় তাজের মোড়, সরিষাহাটি মোড় সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি শুরু করেছে আওয়ামীলীগের নেতাকর্মীরা।
অপরদিকে,মহাদেবপুর উপজেলা আওয়ামীলীগ হরতাল বিরোধী শান্তি সমাবেশ করেছেন। এই হরতাল বিরোধী শান্তি সমাবেশে নেতৃত্ব দেন সাংসদ ছলিম উদ্দীন তরফদার সেলিম।
শান্তি সমাবেশে নেতাকর্মীরা তাদের বক্তব্যে বলেন, বিএনপি-জামায়াত গাড়ি পোড়ানো, পুলিশ হত্যা, পুলিশের উপর হামলা, সাংবাদিকদের ওপর হামলা, আওয়ামীলীগের নেতাকর্মীদের ওপর হামলা করে বিনা উস্কানিতে। বিএনপির কাজই হলো কিভাবে ধ্বংসাত্মক কাজ করে নৈরাজ্য সৃষ্টি করা যায়।
এসময় বক্তারা আগামীতে বিএনপি-জামায়াতের সকল সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করা এবং দেশের উন্নয়নে আওয়ামীলীগ সরকারের পাশে থাকার আহবান জানান।