বগুড়ায় যৌথ অভিযানে ২০ কেজি গাঁজাসহ ৪ জন গ্রেফতার
বগুড়া প্রতিনিধি:
র্যাব-১২, বগুড়ার একটি অপারেশন টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে , ঢাকা হইতে রংপুরগামী একটি প্রাইভেট কারে কতিপয় কিছু ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা বহন করিতেছে। এমন সংবাদের ভিত্তিতে (০২ নভেম্বর) ২০২৩ ইং তারিখ সন্ধ্যা ২১.০০ ঘটিকার সময় র্যাব সদর দপ্তর ইন্ট উইং এর সহযোগিতায় র্যাব-১২, সিপিএসসি বগুড়া ও সদর কোম্পানী সিরাজগঞ্জ এর যৌথ অভিযানে বগুড়া জেলার সদর থানাধীন গোকুল ইউপিস্থ গোকুল উত্তরপাড়া হলবন্দর গ্রামস্থ সবুজ নার্সারীর সামনে রংপুর-বগুড়া মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে ৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীরা হলেন নীলফামারী সৈয়দপুর উপজেলার কাচারীপাড়া গ্রামের মৃত বাবু মামুদ এর ছেলে মো : জয়নাল মিয়া (৫৪), কুমিল্লা দাউদকান্দি উপজেলার কানরা গ্রামের আসাদ মুন্সির ছেলে মো: মাসুদ মিয়া(৪১), কুমিলা জেলার মথুরাপুর উত্তর পাড়া গ্রামের জামাল মিয়ার ছেলে মো: আব্দুল্লাহ আল মাছরুল (১৯) ৩। মো: আব্দুল্লাহ আল মাছরুল (১৯), রংপুর জেলার পীরগঞ্জ থানার শেরপুর গ্রামের ড্রাইভার বাদশা মিয়ার ছেলে মো: হাসান আলী (৪০) কে ২০ কেজি গাঁজা ও ১ টি প্রাইভেট কার, ৩ টি মোবাইল, ০৩টি সীম ও নগদ ২০০০ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানা, বগুড়ায় সোপর্দ করা হয়েছে।