বগুড়া আদমদীঘিতে নাগর নদীতে অভিযান এস্কেভেটর ও বালুসহ দুই ট্রাক জব্দ
রাবেয়া সুলতানা, (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে নাগর নদী থেকে অবৈধ ভাবে বালু তুলে
বিক্রির জন্য বহন কালে দুইটি বালু বোঝাই ড্রাম ট্রাক ও একটি এস্কেভেটর মেশিন জব্দ
করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল রোববার (৩ ডিসেম্বর) দুপুরে কুন্দগ্রাম ইউপি এলাকার নাগর
নদীর পাড় থেকে এসব সরঞ্জামাদি জব্দ করেন নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও আদমদীঘি উপজেলা
নির্বাহি অফিসার টুকটুক তালুকদার।
ভ্রাম্যমান আদালত ও স্থানীয়রা জানান, আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়ন এলাকার নাগর নদঅর
বিভিন্ন পয়েন্টে রুহুল আমিন, শহিনসহ তার লোকজন বেশ কিছু দিন যাবত নাগর নদীর নদীতে
শ্যালো মেশিন চালিত ড্রেজার মেশিন বসিয়ে নদীর তলদেশ থেকে বালু উত্তোলন করে বিক্রি করে
আসছিল। এতে নদীর বঁাধ, এলাকার আবাদী জমি ও বাড়ি ঘরের ব্যাপক ক্ষতিসাধন হয়ে আসছে।
এদিকে গতকাল রোববার দুপুরে আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি
ম্যাজিষ্ট্রেট টুকটুক তালুকদার গোপন সংবাদের ভিত্তিতে কুন্দগ্রাম এলাকায় অভিযান চালিয়ে
নদীর পার থেকে একটি এস্কেভেটর মেশিন ও উত্তোলন করা বালু বিক্রির জন্য বহন কালে বিপুল
পরিমান বালুসহ ঢাকা মেট্রো-ড-১১-৩৮৬২ ও ঢাকা মেট্রো-ড-১১-৪৩৯৬ নম্বর দুই ট্রাক জব্দ
করে উপজেলা ক্যাম্পাসে নিয়ে আটক করেন। অভিযান কালে বালু উত্তোলনকারি এলাকার চিহিৃত
বালু দস্যুরা পালিয়ে যায় বলে ভ্রাম্যান আদালত জানান।