বিধান মন্ডল সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথা উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট হিসেবে মারুফা সুলতানা খান যোগদান করেছেন। রবিবার (২৫ অক্টোবর) নতুন কর্মস্থল সালথা অফিসের দায়িত্ব বুঝে নেন তিনি। এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট মারুফা সুলতানা খান একটি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। এছাড়া তিনি ৩৫তম বিসিএস-এ ক্যাডারভুক্ত হন। উপজেলায় যোগদান করেই তিনি তার বীর মুক্তিযোদ্ধা পিতাসহ উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। তিনি সালথা উপজেলার নাগরিকদের গুণগত ভূমি সেবা প্রদানে সবার সহযোগিতা কামনা করেন।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 

























