1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
পথচারীদের নজর কেড়েছে বদলগাছী আক্কেলপুর সড়কের দুপাশে দৃষ্টিনন্দন তালগাছের সারি - dailynewsbangla
শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
বোয়ালমারীতে গরু চুরি করতে গিয়ে ৮ গরু চোর কারাঘরে সিন্ডিকেটের বেড়াজালে বন্দি বরেন্দ্র অঞ্চলের  ধান চাষীরা কম্বিং অপারেশনে ১০লখ টাকার অবৈধ জাল জব্দ মহাদেবপুরে অসহায় দু:স্থদের মাঝে ছাগল বিতরণ করলেন জামায়াত ইসলাম  নিয়ামতপুরে সহকারী কমিশনারের বাসা লক্ষ্য করে গুলি ধামইরহাটে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত বাবা মায়ের কবরের পাশে শায়িত: বগুড়া-৩ আসনের সাবেক এমপি মরহুম আব্দুল মোমিন তালুকদারের দাফন সম্পন্ন ভেড়ামারায় কৃষি প্রযুক্তি মেলা-২০২৫ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাংলাদেশ স্কাউটস, ভেড়ামারা উপজেলা ত্রৈ-বার্ষিক কাউন্সিল ২০২৫ দৌলতপুরে মোটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

পথচারীদের নজর কেড়েছে বদলগাছী আক্কেলপুর সড়কের দুপাশে দৃষ্টিনন্দন তালগাছের সারি

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৩০ জুন, ২০২৪

পথচারীদের নজর কেড়েছে বদলগাছী আক্কেলপুর সড়কের দুপাশে দৃষ্টিনন্দন তালগাছের সারি

মোহাম্মদ আককাস আলী : পথচারীদের নজর কেড়েছে বদলগাছী আক্কেলপুর সড়কের দুপাশে দৃষ্টিনন্দন তাল গাছের সারি। দুই পাশে তাল গাছের সারি মাঝ খানে পিচঢালা পথ প্রকৃতি যেন সেজেছে নতুন রূপে। যথারিতি তাল গাছগুলি পরিস্কার করার উদ্দোগ নিয়েছেন নওগাঁ জেলা সড়ক ও জনপথ বিভাগ। আঞ্চলিক এই মহাসড়কটি ১২ ফুট হতে ১৮ ফুটে উন্নীত করা হয়েছে। সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করার আগেই দুপাশের সকল প্রকার গাছ কেটে ফেলা হয়। রয়ে যায় শুধু দুপাশে তাল গাছ। অন্যান্য গাছ কেটে ফেলার পরই সারি সারি তাল গাছের সুন্দর্য ফুটে উঠে সড়কের দুপাশে। তাল গাছের সুন্দর্যে আকৃষ্ট হচ্ছে পথচারীরা। এলাকাবাসী জানায় সড়ক প্রশস্ত করায় দৃষ্টিনন্দন সারি সারি তাল গাছের সবুজ প্রকৃতির সুন্দর বেষ্টুনী তৈরী হয়েছে সড়কে। সড়কের উদ্বোধনী ফলোকে দেখা যায় এ সড়কের নাম করণ করা হয় শহীদ বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন নামে। সাড়ে ১০ কিলো মিটার সড়ক নির্মানে বরাদ্ধ ছিল ৩৭ কোটি ৫৬ লাখ টাকা। কাজটি বাস্তবায়ণ করেন তোমা কন্ট্রাকশন কো লিমিঃ।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ড সুত্রে জানা যায় ২০১৮ সালে সরকারের নির্বাচনী ইসতেহারে বলা হয়েছিল আমার গ্রাম আমার শহর। গ্রামে শহরের সকল সুযোগ সুবিধা পাবে সাধারণ মানুষ। সেই আলোকে ২০২১ সালের ২৯ জুন ভার্চুয়ালী গ্রামীন উন্নয়নে পর্যটন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছিল উপজেলায়। বলা হয়েছিল পর্যটনের মাধ্যমে গ্রামীন জনগোষ্টীর উন্নয়নে সারাদেশে ৬০টি উপজেলা বেছে নেওয়া হয়। এর মধ্যে রয়েছে বদলগাছী উপজেলা। আলোচনায় উঠে আসে, গ্রাম প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর। গ্রামে বৈচিত্রময় জীবন ধারা রয়েছে। রয়েছে আবহমান বাংলার লোক সংস্কৃতি। আরো রয়েছে ঐতিহ্যবাহী গ্রামীন খাবার পিঠা পার্বণ মেলা উৎসব ইত্যাদি। এই অসাধারণ বৈচিত্রময় গ্রামীন জীবন যা পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। এই আলোকে সিদ্ধান্ত নেয় ট্যুরিজম বোর্ড গ্রামীন অবকাঠামোর উন্নয়নে রাস্তাঘাটসহ যে কোন নির্মান কাজ দর্শনীয় বা পর্যটন আকারে গড়ে তোলার পরামর্শ দেয়। সেই আলোকে সারি সারি তাল গাছের সৌন্দর্যে অন্যতম দর্শনীয় যোগাযোগ মাধ্যম গড়ে তোলা সম্ভব বদলগাছী আক্কেলপুর সড়ক। সড়কের দুপাশে তাল গাছ গুলি পরিস্কার করে চুনকাম করলে পিচঢালা সড়কের সাথে তাল গাছের সুন্দর্যের ঝিলিক বৃদ্ধি পবে। এই উপজেলার প্রাচীন ইতিহাস সমৃদ্ধ এতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার ও জাদুঘর ও ঐতিহাসিক হলুদ বিহারের পাশাপাশি বদলগাছী আক্কেলপুর সড়ক হতে পারে ভ্রমন পিপাষু পর্যটক দর্শনার্থীদের কাছে অন্যতম দর্শনীয় যোগাযোগ মাধ্যম। এ বিষয়ে নওগাঁ জেলা সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী নূরে আলম সিদ্দিক ও নির্বাহী প্রকৌশলী মোঃ রাশেদুল হক এর সঙ্গে মোবাইল ফোনে কথা বললে তাঁরা জানান সড়ক নির্মান কাজ শেষের পথে। শিঘ্রই তালগাছ গুলি পরিস্কার করে চুনকাম করা হবে। এতে তালগাছের পাশাপাশি সড়কে সুন্দর্য বৃদ্ধি পাবে। আকৃষ্ট হবে এলাকাবাসীসহ পথচারীরা।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ