ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
বিএনপির দুই পক্ষের কর্মসূচি ঘিরে  বোয়ালমারী রণক্ষেত্র পদ্মার দুর্গম চরাঞ্চলে বিভিন্ন বাহিনীর সক্রিয়তায় বাড়ছে শঙ্কা বদলগাছীতে এক হাজার সনাতন ধর্মাবলম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবার স্বেচ্ছায় বিএনপিতে যোগদান  দুই দিনের সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নাগরপুরে হত্যার ৬ মাস পর লাশ উত্তোলন  বন্দরে মাদক সম্রাট রমজান, বাবুর বিরুদ্ধে পিতাকে মারধরের অভিযোগ আলফাডাঙ্গায় ভুয়া চিকিৎসকের কারাদণ্ড নাটোরে বৈধবালু ব্যবসায়ী ইঞ্জিনিয়ার কাকন ষড়যন্ত্রের শিকার, বাঘায় বেল্লাল মন্ডলের সন্ত্রাসী কর্মকাণ্ডে উত্তাল অঞ্চল ভেড়ামারায় বিনামূল্যে বীজ সার বিতরণ নির্বাচনের মাধ্যমেই জাতির ভাগ্যের ফয়সালা হবে

জনগ‌ণের দোর‌গোড়ায় ফ‌রিদপু‌রের ডি‌সি অতুল সরকার

সোনাপুর ইউ‌নিয়ন প‌রিষ‌দে এই গণশুনা‌নি অনু‌ষ্ঠিত হয়। এর আ‌গে জেলা প্রশাসক নব নির্মিত সালথা বাইপাস সড়ক প‌রিদর্শন ক‌রেন।

বিধান মন্ডল সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধিঃ ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় জনগ‌ণের দোর‌গোড়ায় প্রশাসন শির্ষক গণশুনা‌নি‌তে অংশ নেন ফ‌রিদপু‌রের জেলা প্রশাসক অতুল সরকার। উপ‌জেলা প্রশাসন সালথা এর আ‌য়োজ‌নে সোমবার (৯ই ন‌ভেম্বর) বেলা ১২ টায় সোনাপুর ইউ‌নিয়ন প‌রিষ‌দে এই গণশুনা‌নি অনু‌ষ্ঠিত হয়। এর আ‌গে জেলা প্রশাসক নব নির্মিত সালথা বাইপাস সড়ক প‌রিদর্শন ক‌রেন। প‌রিদর্শন শে‌ষে উপ‌জেলা প‌রিষদ চত্ত‌রে ভিক্ষুক পুর্নবাসন এর আওতায় অসহায় ভিক্ষুকের মা‌ঝে গাভী ও দোকান করার জন‌্য দোকা‌নের চা‌বি এবং চারজন প্রতিব‌ন্ধি শিক্ষার্থী‌দের মা‌ঝে হুইল‌চেয়ার বিতরণ ক‌রেন।

সালথা উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোহাম্মদ হা‌সিব সরকা‌রের সভাপ‌তি‌ত্বে এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, ম‌হিলা ভাইস চেয়ারম‌্যান রুপা বেগম, সোনাপুর ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান খায়রুজ্জামান বাবু, অত্র ইউ‌নিয়‌নের সা‌বেক চেয়ারম‌্যান ব‌দিউজ্জামান মোল‌্যা প্রমুখ।

ফ‌রিদপু‌রের জেলা প্রশাসক অতুল সরকার এসময় সাধারন মানু‌ষের বি‌ভিন্ন সমস‌্যার কথা শো‌নেন এবং সমাধা‌নের ব‌্যবস্থা ক‌রেন। তি‌নি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষে আমরা কাজ করছি। চেষ্টা করছি সাধারণ মানুষের কথা শুনে তাদের সেবা দিতে। এ জন্য সংশ্নিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপির দুই পক্ষের কর্মসূচি ঘিরে  বোয়ালমারী রণক্ষেত্র

জনগ‌ণের দোর‌গোড়ায় ফ‌রিদপু‌রের ডি‌সি অতুল সরকার

আপডেট টাইম : ০৫:১২:৩০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০

বিধান মন্ডল সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধিঃ ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় জনগ‌ণের দোর‌গোড়ায় প্রশাসন শির্ষক গণশুনা‌নি‌তে অংশ নেন ফ‌রিদপু‌রের জেলা প্রশাসক অতুল সরকার। উপ‌জেলা প্রশাসন সালথা এর আ‌য়োজ‌নে সোমবার (৯ই ন‌ভেম্বর) বেলা ১২ টায় সোনাপুর ইউ‌নিয়ন প‌রিষ‌দে এই গণশুনা‌নি অনু‌ষ্ঠিত হয়। এর আ‌গে জেলা প্রশাসক নব নির্মিত সালথা বাইপাস সড়ক প‌রিদর্শন ক‌রেন। প‌রিদর্শন শে‌ষে উপ‌জেলা প‌রিষদ চত্ত‌রে ভিক্ষুক পুর্নবাসন এর আওতায় অসহায় ভিক্ষুকের মা‌ঝে গাভী ও দোকান করার জন‌্য দোকা‌নের চা‌বি এবং চারজন প্রতিব‌ন্ধি শিক্ষার্থী‌দের মা‌ঝে হুইল‌চেয়ার বিতরণ ক‌রেন।

সালথা উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোহাম্মদ হা‌সিব সরকা‌রের সভাপ‌তি‌ত্বে এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, ম‌হিলা ভাইস চেয়ারম‌্যান রুপা বেগম, সোনাপুর ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান খায়রুজ্জামান বাবু, অত্র ইউ‌নিয়‌নের সা‌বেক চেয়ারম‌্যান ব‌দিউজ্জামান মোল‌্যা প্রমুখ।

ফ‌রিদপু‌রের জেলা প্রশাসক অতুল সরকার এসময় সাধারন মানু‌ষের বি‌ভিন্ন সমস‌্যার কথা শো‌নেন এবং সমাধা‌নের ব‌্যবস্থা ক‌রেন। তি‌নি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষে আমরা কাজ করছি। চেষ্টা করছি সাধারণ মানুষের কথা শুনে তাদের সেবা দিতে। এ জন্য সংশ্নিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।