দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ তিন পরিবারকে মঙ্গবার সকাল ১০ টায় নির্বাহী অফিসারের কার্যালয়ে অর্থ সহয়তা দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা নাজ নীরা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ মুসফিকুর রহমান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাফর আহমেদ, বিআরডিবি কর্মকর্তা এস.এম. আরিফুর রহমান সহ প্রশাসনের কর্মকর্তা ও শহীদ পরিবারের সদস্য।
উপজেলা সমাজ সেবা অফিস সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দশমিনা উপজেলার দশমিনা ইউনিয়নের মোঃ জিহাদ মোল্লা, মোঃ জাকির হোসেন ও বেতাগীসানকিপুর ইউনিয়নের রামবল্লভ গ্রামের বাবলু মৃধা শহীদ হন। গত কাল সোমবার শহীদ বাবলুর দাফন-কাপনের জন্য ৫ হাজার টাকা এবং আজ মঙ্গলবার সকাল ১০ টায় নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে শহীদ প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকার আর্থীক অনুদান দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন বৈষম্য বিরোধী আন্দোলনে উপজেলায় শহীদ পরিবারকে উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয় থেকে ৬৫ হাজার টাকা আর্থীক অনুদান দেয়া হয়। শহীদ পরিবারের পাশে উপজেলা প্রশাসন সমসময় থাকবে বলে পরিবারকে আস্বস্ত করেন।