সারিয়াকান্দিতে তরুণ প্রজন্মের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি
(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ছাইহাটা গ্রামে খেলোয়াড় পরিবার এর উদ্যোগে, ছাইহাটা হাইস্কুল মাঠে বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করা হয়। গাছ লাগান,পরিবেশ বাঁচান। যা আমাদের জিবন বাঁচাতে, সৌন্দর্য বর্ধনে, সকলের উপকারে আসবে,ইন্সাআল্লাহ। একটি গাছই পারে পরিবেশের ভারসাম্য রক্ষা করে পৃথিবীকে বাঁচাতে যা রক্ষা করা আমাদের সকলের দ্বায়িত্ব বলে মনে করি। তারি ধারাবাহিকতায় ছাইহাটা খেলোয়াড় পরিবার এর উদ্যোগে ৪০ টি উইপিং এবং ৫ টি নিম গাছ রোপন করা হয়, যা সৌন্দর্য বর্ধনে এবং সকলের উপকারে আসবে বলে মনে করি। সারিয়াকান্দি নির্বাহী অফিসার জনাব তৌহিদুর রহমান এবং মাধ্যমিক শিক্ষা অফিসার এর পরামর্শে, ছাইহাটা হাইস্কুলের প্রধান শিক্ষক, ছাইহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ছাইহাটা খেলোয়াড় পরিবার এর সভাপতি সহ সকল ছাত্র ও তরুণ যুব সমাজ মিলে এই বৃক্ষ রোপণ কর্মসূচি সুন্দর ভাবে সম্পন্ন করা হয়।