দশমিনায় বিশেষ ক্ষমতা আইনে ৮ জনের বিরুদ্ধে মামলা আটক ১ গ্রাম পুলিশ ।
দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী দশমিনা উপজেলায় চলমান পরিস্থিতিকে অস্থিতিশীল ও নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত বা জননিরাপত্তা বিপন্ন কারা সহ সরকারি কর্তব্য কাজ ব্যহত করে সরকারের প্রতি বিদ্বেষ সৃষ্টি করার লক্ষে দশমিনা থানায় ৮ জনের বিরুদ্ধে মামলা এক গ্রাম পুলিশ গ্রেফতারের ঘটনা ঘটে। এ বিষয়ে দশমিনা থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মাদ আবদুল আলীম নিশ্চিত করেন।
থানা সূত্রে জানা চলমান অন্তবর্তীকালীন সরকারে সময় বাংলাদেশ গ্রাম পুলিশ বিভিন্ন অন্দোলনের ডাক দেয়। তাহার ধারাবাহিকতায় ১১ ডিসেম্বর সকাল ১০ ঘটিকায় সচিবালয় ঢাকা সম্মূখে চলো চলো ঢাকায় চলো আমাদের ন্যায্য মজুরীর জন্য ঢাকায় চলো এমন একটি ভিডিও VP Md Imran Hossain তাহার নিজ সামজিক যোগাযোগ মাধ্যম(এফবি) আইডিতে বলেন ১১ ডিসেম্বর চলো চলো ঢাকা চলো এ বিষয়ে আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন তা কমেন্ট করে জানান। তাহার উক্ত ভিডিও পোস্ট করার পর কমান্ডার লাল মিয়া লিখেন ধুকে ধুকে বাঁচার চেয়ে একেবারে মরে যাওয়া ভালো। আপনি মরে গেলে পরিবারের লোকজন তাদের নিজের মতো বেঁচে থাকবে।অন্তবর্তীকালীন সরকার অধিকার বঞ্চিত লোকদের অধিকার ফিরিয়ে দেয় এবং অবহেলিত জনগনের জন্য কাজ করে থাকে। উক্ত পোস্টটি কমান্ডার লামিয়া সহ বিভিন্ন গ্রাম পুলিশ উস্কানিমূলক পোস্ট ও কমেন্ট করে থাকে। বিষয়টি দশমিনা থানার উপ-পুলিশ পরিদর্শন (এসআই) ফিরোজ এর দৃষ্টিগোচর হলে অফিসার ইনচার্জ কে অবহিত করেন। ১১ ডিসেম্বর সকাল ৯ টায় মোঃ ইমরান হোসেনকে উপজেলার বেতাগীসানকিপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রাম থেকে আটক করা হয়। মোঃ ইমরান হোসেন এর তথ্য মোতাবেক বিভিন্ন তথ্যের পর্যালোচনায় মাধ্যমে ২. মোঃ লাল মিয়া(৪২), হাটকুশরা,ধামরাইল,ঢাকা, ৩. মোঃ মেহেদী হসান(২৪), সাবুপুরা, বাউফল, পটুয়াখালী, ৪. মোঃ শাহিনুর রহমান(৪৩), হিজলাইন, লেমুবাড়ি,মানিকগঞ্জ, ৫. মোস্তফা শেখ(৪৮), চুলকাঠি,,ফকিরহাট,বাগেরহাট, ৬, আরশেদ আলী(৩৫),জয়পুর বাজার,ধামরাই,ঢাকা,৭, কৃষ্ঞধন চন্দ্র চৌধুরী(৩০), তেতুলিয়া, মোহনগঞ্জ, নেত্রকোনা, ৮. মোঃ সুমন শেখ(৩৬), গজারিয়া, মোরলগজ্ঞ, বাগের হাট সহ আরো অজ্ঞাতনামা অনেকে উক্ত পোস্ট কে সমর্থন করে। উক্ত আসামীরা পরস্পর যোগসাজশে দেশের চলমান পরিস্থিতিকে অস্থিতিশীল ও নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত বা জননিরাপত্তা বিপন্ন সহ সরকারি কর্তব্য ও কাজ ব্যহত করে সরকারে প্রতি বিদ্বেষ সৃষ্টি করার লক্ষ্যে মোঃইমরান হোসেন সমাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন এবং লাল মিয়া সমর্থন করে অন্যন্য আসামীরা সমর্থন করে। তাদের বিরুদ্ধে দশমিনা থানার সাধারণ ডায়েরী নং ৩৬৬ করে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-ঘ ধায়ায় মামলা রুজু করা হয়। মোঃ ইমরান হোসেনকে বিকেল ৫ টায় আাদলতে প্রেরন করা হয়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম জানান, মোঃ ইমরান হোসেন(গ্রাম পুলিশ) তার নিজেস্ব এফবি আইডি থেকে একটি ভিডিও পোস্ট করে।তাহা বর্তমান সরকারের প্রতি বিদ্বেষ, জননিরাপত্তা বিপন্ন, চলমান পরিস্থিতিকে অস্থিতিশীল ও উস্কানীমূলক হওয়ায় এবং তার ঐ পোস্ট কে সমর্থন করায় ৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মোঃ ইমরান হোসেনকে বিকেল আাদালতে প্রেরন করা হয়। অন্যন্যদের গ্রেফতারের চেস্টা চলমান আছে।